Farmers Protest: শম্ভু সীমান্তে আত্মঘাতী আরও এক আন্দোলনরত কৃষক

People's Reporter: কৃষক নেতা তেজবীর সিং জানান, কেন্দ্র কৃষকদের সমস্যার সমাধান না করার জন্য এই বিক্ষোভ জারি রয়েছে। কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি এ আই কে এস ফেসবুক পেজের সৌজন্যে
Published on

ফের শম্ভু সীমান্তে মৃত্যু হল এক কৃষকের। আত্মহত্যার কারণেই বলে জানা যাচ্ছে। গত ১ মাসে এই নিয়ে দ্বিতীয়বার ঘটলো এমন ঘটনা।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, শম্ভু সীমান্তে আত্মহত্যা করেন পাঞ্জাবের তারন তারান জেলার পাহুউইন্ডের বাসিন্দা ওই কৃষক। নাম রেশম সিং। বয়স ৫৫ বছর। ট্রিবিউন সূত্রে খবর, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। প্রায় এক বছর ধরে চলমান কৃষক আন্দোলনের অংশ হিসেবে শম্ভু সীমান্তে বিক্ষোভরত ছিলেন তিনি। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে লাগাতার আন্দোলন করছিলেন।

কৃষক নেতা তেজবীর সিং জানান, কেন্দ্র কৃষকদের সমস্যার সমাধান না করার জন্য এই বিক্ষোভ জারি রয়েছে। কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই কৃষকও আত্মহত্যা করেন। দ্রুত তাঁকে পাতিয়ালার রাজিন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ২৬ নভেম্বর থেকে অনশন করছেন ৭০ বছর বয়সী কৃষক নেতা ডালেওয়াল। তাঁর স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বেগে কৃষক সংগঠনগুলি। কৃষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ডালেওয়ালের সাথে কিছু অপ্রীতিকর ঘটে, তবে কেন্দ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডালেওয়ালের সাথে কথা বলার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, "পাঞ্জাব সরকার তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে চিন্তিত। আমি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছে আবেদন করছি অবিলম্বে ডালেওয়ালের সাথে কথা বলার জন্য। এমনকি যদি প্রধানমন্ত্রী তাঁর সাথে টেলিফোনে কথা বলেন, তাহলেও পুরো সমস্যার সমাধান হবে। পাশাপাশি পাঞ্জাব বর্ডারও পুনরায় খুলে যাবে। সাধারণ মানুষেরও অসুবিধা হবে না।"

এর আগে ১৮ ডিসেম্বর এক কৃষকের মৃত্যু হয়েছিল। তিনিও আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ। আন্দোলনরত কৃষকরা জানান, ২৬ নভেম্বর থেকে অনশনে থাকা ডালেওয়ালের স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে হতাশ হয়ে পড়েছিলেন নিহত কৃষক। কোনও রাস্তা খুঁজে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

প্রতীকী ছবি
Kerala: কেরালায় টাকার বিনিময়ে চাকরি - কংগ্রেস বিধায়ক ও তিন দলীয় কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের
প্রতীকী ছবি
Kota: কোটায় অব্যাহত পড়ুয়া আত্মহত্যা! ২৪ ঘন্টায় আত্মঘাতী ২ পরীক্ষার্থী, প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in