EPIC-Aadhaar Linking: আধার-ভোটার কার্ড সংযোগের সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠক

People's Reporter: অনুমান করা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি ঘটালে ভোটার তালিকা আরও স্বচ্ছভাবে তৈরি করা যাবে। যদিও ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ বাধ্যতামূলক নয়।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত
Published on

ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় আইন মন্ত্রক, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠকে বসবেন।

জানা গেছে, আগামী ১৮ মার্চ আধার কার্ড এবং ভোটার কার্ডের সংযুক্তির বিষয়ে আলোচনার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু ও বিবেক জোশী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, কেন্দ্রীয় আইন সচিব রাজীব মনি এবং ইউআইডিএআই সিইও ভুবনেশ কুমারের সঙ্গে বৈঠকে বসবেন।

২০২১ সালে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট, ১৯৫১-তে সংযোজন আনবার পর নির্বাচন কমিশন এই বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে। যদিও এখনও পর্যন্ত ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ শুরু হয়নি। অনুমান করা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি ঘটালে ভোটার তালিকা আরও স্বচ্ছভাবে তৈরি করা যাবে। যদিও ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ বাধ্যতামূলক নয়।

সম্প্রতি কমিশন ঘোষণা করেছে যে তারা তিন মাসের মধ্যে একই নম্বরধারী ভোটারদের জন্য নতুন EPIC নম্বর জারি করবে। কমিশন জানিয়েছে, একই নম্বরে একাধিক ভোটার কার্ড থাকার অর্থ ভুয়া ভোটার নয় এবং শুধুমাত্র একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকায় নিবন্ধিত ব্যক্তিরা সেখানে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন
Aadhar Voter I Card Link: আধার জমা না দিলেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না নাম - নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
AadharVoter Link: ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়! সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in