Delhi Assembly Polls: দিল্লিতে পালাবদলের ইঙ্গিত, অনেক পিছিয়ে আম আদমি পার্টি, এগিয়ে বিজেপি

People's Reporter: শনিবার সকাল থেকেই শুরু হয়েছে দিল্লি বিধানসভার ৭০ আসনের ভোট গণনা। এই খবর লেখা পর্যন্ত গণনার প্রবণতা অনুসারে বিজেপি এগিয়ে রয়েছে ৪৮ আসনে, আপ এগিয়ে ২১ আসনে এবং ১টি আসনে এগিয়ে কংগ্রেস।
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়ালফাইল ছবি সংগৃহীত
Published on

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক গতিপ্রকৃতিতে অনেকটাই পিছিয়ে ক্ষমতাসীন আম আদমি পার্টি। এগিয়ে বিজেপি। এখনও পর্যন্ত যা প্রবণতা সামনে এসেছে তাতে দিল্লিতে সরকার গঠনের পথে বিজেপি। দিল্লিতে ক্ষমতা দখলের জন্য  প্রয়োজন ৩৬ আসন।

শনিবার সকাল থেকেই শুরু হয়েছে দিল্লি বিধানসভার ৭০ আসনের ভোট গণনা। এই খবর লেখা পর্যন্ত গণনার প্রবণতা অনুসারে বিজেপি এগিয়ে রয়েছে ৪৮ আসনে, আপ এগিয়ে ২১ আসনে এবং ১টি আসনে এগিয়ে কংগ্রেস।

আম আদমি পার্টির একাধিক শীর্ষ নেতৃত্ব গণনায় পিছিয়ে রয়েছেন। যাঁদের মধ্যে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী, প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া প্রমুখ।

নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই মুহূর্তে তিনি ৭৪ ভোটে পিছিয়ে।

দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া জঙ্গপুরা আসনে পিছিয়ে রয়েছেন। কালকাজি কেন্দ্রে বিজেপি প্রার্থী রমেশ বিদুরির কাছে পিছিয়ে রয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী। ওখলা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন দুবারের আপ বিধায়ক আমানাতুল্লা খান।

উল্লেখযোগ্যভাবে নির্বাচনের আগেই আম আদমি পার্টিতে যোগ দেওয়া অবোধ ওঝা প্রতাপগঞ্জ আসনে পিছিয়ে আছেন। মালব্য নগর কেন্দ্র থেকে পিছিয়ে আছেন আপের সোমনাথ ভারতী।

অন্যদিকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাস কেন্দ্রে এগিয়ে রয়েছেন। বাবরপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন আপের গোপাল রাই। রাজিন্দর নগর কেন্দ্রে আপের দুর্গেশ পাঠক এগিয়ে রয়েছেন।

কারওয়াল নগর কেন্দ্রে বিজেপির কপিল মিশ্রা ৩,১০৯ ভোটে এগিয়ে আছেন।

ত্রিনগর কেন্দ্রে এগিয়ে বিজেপির তিলক রাম। তিনি ৩,৩৭৩ ভোটে এগিয়ে আছেন।

শাহদাড়া, সঙ্গম বিহার এবং কিরারি কেন্দ্রে এগিয়ে যথাক্রমে বিজেপির সঞ্জয় গোয়েল, চন্দন চৌধুরী এবং বজরঙ শুক্লা।

গত ৫ ফেব্রুয়ারি ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় ভোটগ্রহণ হয়। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপিকে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছিল।

অরবিন্দ কেজরিওয়াল
Delhi Polls: ৪৬ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম-দ্বাদশ শ্রেণীর মধ্যে! রিপোর্ট পেশ ADR-এর
অরবিন্দ কেজরিওয়াল
Maharashtra: লোকসভা ভোটের ৫ মাসের মধ্যে মহারাষ্ট্রে ৩৯ লাখ নতুন ভোটার! গুরুতর অভিযোগ কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in