
দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪৬ শতাংশ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। বাকি ৪৬ শতাংশ প্রার্থী স্নাতক থেকে ডক্টরেট ডিগ্রি ধারী। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে এডিআর।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। ৭০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬৯৯ জন প্রার্থী। তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সম্প্রতি রিপোর্ট পেশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)।
এডিআর-এর তথ্য অনুযায়ী, ৪৬ শতাংশ বা ৩২৪ জন প্রার্থী মনোনয়ন পত্রে নিজেদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পাশ বলে জানিয়েছেন। এছাড়া ৩২২ জন প্রার্থী উচ্চ শিক্ষিত। তাঁর মধ্যে ১২৬ জন স্নাতক, ৮৪ জন গ্র্যাজুয়েট প্রফেশনাল, ১০৪ জন স্নাতকোত্তর এবং ৮ জন প্রার্থী ডক্টরেট ডিগ্রিধারী। এছাড়া, ১৮ জন প্রার্থী ডিপ্লোমা করেছেন।
অন্যদিকে, ছ’জন প্রার্থী স্কুলে পড়াশোনা ছাড়াই স্বাক্ষর হিসাবে দাবি করেছেন। ২৯ জন প্রার্থী পড়াশোনা জানেন না।
প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে মোট প্রার্থী ছিল ৬৭২ জন। এর মধ্যে গ্র্যাজুয়েট প্রফেশনাল ছিল ৬২ জন, স্নাতকোত্তর প্রার্থী ছিল ৯০, এবং ডক্টরেট ডিগ্রিধারী প্রার্থী ছিল ১১ জন। নিরক্ষর প্রার্থীর সংখ্যা ছিল ১৬ জন।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। ৮ ফেব্রুয়ারি ভোট গণনা। এবারে ৭০ টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৯৯ জন প্রার্থী। আসন্ন বিধানসভায় আপ-কংগ্রেস-বিজেপি ত্রিমুখী লড়াই হতে চলেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন