
সমস্ত রাজনৈতিক দল মধ্যবিত্ত মানুষকে ‘সরকারের এটিএম’ হিসেবে মনে করে। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে দলীয় ইস্তাহার প্রকাশ করে একথা জানালেন আম আদমি পার্টির প্রধান এবং মুখ্য আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল। এই নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে কেন্দ্রের উদ্দেশ্যে আসন্ন কেন্দ্রীয় বাজেটের আগে তিনি ৭ দফা দাবি পেশ করেছেন। নির্বাচনী ইস্তেহারে তাঁর প্রধান দাবি, অত্যাবশ্যকীয় পণ্যের ওপর থেকে জিএসটি সম্পূর্ণ তুলে দেওয়া হোক।
এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে আপ প্রধান কেজরীওয়াল বলেন, এবারের কেন্দ্রীয় বাজেট হোক মধ্যবিত্তদের জন্য। আজ আমি কেন্দ্রীয় সরকারের কাছে ৭ দফা দাবি পেশ করছি। যার মধ্যে প্রধান দাবি শিক্ষাক্ষেত্রে বরাদ্দ ২ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হোক। বেসরকারি স্কুলের ফি কমানো হোক। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তুকি এবং স্কলারশিপের ব্যবস্থা করা হোক।
তিনি আরও বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে ১০ শতাংশ করা হোক। স্বাস্থ্য বীমা থেকে কর সম্পূর্ণ তুলে দেওয়া হোক। আয়কর ছাড়ের সীমারেখা ৭ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ করা হোক। এছাড়াও নির্বাচনী ইস্তেহারে তিনি কেন্দ্রের কাছে এক শক্তিশালী অবসর পরিকল্পনা এবং পেনশন স্কিম চালু করার আবেদন জানিয়েছেন।
কেজরিওয়াল বলেন, প্রবীণ নাগরিকদের জন্য দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং রেল যাত্রায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হোক।
এদিন কেজরিওয়াল বলেন, আমরা করের টাকা শিক্ষাখাতে ব্যবহার করি। মধ্যবিত্তকে মুদ্রাস্ফীতির হাত থেকে রক্ষা করি। আমরা বিদ্যুতের দর কমিয়েছি, জলের বিল কমিয়েছি এবং সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নত করেছি।
৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার জন্য আগামী ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন