Delhi Assembly Polls: দিল্লিতে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কেজরির মুখোমুখি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

People's Reporter: বিধানসভা নির্বাচনে আপ-এর একলা চলো ঘোষণার পরই বৃহস্পতিবার বৈঠকে বসে প্রথম দফার প্রার্থী ঠিক করে কংগ্রেস। প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করা হয়েছে নয়াদিল্লি কেন্দ্র থেকে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালফাইল ছবি - সংগৃহীত
Published on

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। প্রথম দফায় ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে দিল্লি ইউনিটের কংগ্রেস প্রধান দেবেন্দ্র যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতের নাম।

বিধানসভা নির্বাচনে আপ-এর একলা চলো নীতি ঘোষণার পরই বৃহস্পতিবার বৈঠকে বসে কংগ্রেস। সেই বৈঠকেই প্রথম দফার প্রার্থী ঠিক হয়। প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করা হয়েছে নয়া দিল্লি কেন্দ্র থেকে। এই কেন্দ্রের বর্তমান বিধায়ক আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, যিনি এবারও এই কেন্দ্র থেকেই লড়ছেন। অর্থাৎ কেজরিওয়ালের লড়াই প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলের সাথে।

দেবেন্দ্র যাদবকে প্রার্থী করা হয়েছে বাদলি থেকে। দিল্লির প্রাক্তন কংগ্রেস প্রধান চৌধুরী অনিল কুমারকে পাটপরগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে। দিল্লির প্রাক্তন মন্ত্রী হারুন ইউসুফকে বালিমারান থেকে, দলের দুই জাতীয় মুখপাত্র রাগিনী নায়ক এবং আদর্শ শাস্ত্রীকে যথাক্রমে ওয়াজিরপুর এবং দ্বারকা থেকে প্রার্থী করা হয়েছে।

এই তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছে আলি মাহন্দি (মুস্তাফাবাদ), আব্দুল রেহমান (সিলামপুর), রোহিত চৌধুরী (নাংলোই জাট), প্রবীণ জৈন (শালিমার বাগ) প্রমুখ।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে বৃহস্পতিবার দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, সিইসি সদস্য অম্বিকা সোনি, সালমান খুরশিদ, টিএস সিং দেও এবং মধুসূদন মিস্ত্রি। দিল্লি কংগ্রেস প্রধান দেবেন্দ্র যাদবও উপস্থিত ছিলেন বৈঠকে।

বৈঠকের পর দিল্লি কংগ্রেসের দায়িত্বে থাকা কাজী নিজামুদ্দিন বলেন, "গত ১০ বছরে দিল্লি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এখানকার খারাপ অবস্থার জন্য কেন্দ্র ও দিল্লি সরকার একে অপরকে দোষারোপ করে আসছে। মানুষ এর পরিণতি ভোগ করছে। তারা এখন এই দুই সরকারকেই শিক্ষা দিতে উদগ্রীব।"

দেবেন্দ্র যাদব বলেন, "সকল শ্রেণীর দিকে তাকিয়ে আমাদের প্রার্থী তালিকা করা হয়েছে। তালিকায় নতুন এবং তরুণ মুখও দেখতে পাবেন। আমি খুশি যে আমাদের নেতৃত্ব সকলের সাথে আলোচনা করেছে।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল
Delhi Assembly Polls: দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা নয় - ফের জানালো আপ
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল
Delhi Assembly Polls: দিল্লি নির্বাচনে দ্বিতীয় প্রার্থী তালিকা আপ-এর, মণীশ সিসোদিয়ার আসনে ওঝা স্যার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in