
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা আরও একবার উড়িয়ে দিল আম আদমি পার্টি। বুধবার এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) আপ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি বিধানসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করবে আম আদমি পার্টি। উল্লেখ্য, দেশের শেষ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতৃত্বে গড়ে ওঠা বিরোধীদের ইন্ডিয়া মঞ্চের অন্যতম শরিক ছিল আম আদমি পার্টি।
এদিন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ওই এক্স বার্তায় বলেন, কংগ্রেসের সঙ্গে কোনও জোটের কোনও সম্ভাবনা নেই। যদিও কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে আপ এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যে সম্ভাবনা এদিন কার্যত উড়িয়ে দিয়েছেন অরবিন্দ কেজরীওয়াল। এর আগেও অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছিলেন দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা হবেনা।
ইতিমধ্যেই দু’দফায় নিজেদের ৩১ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি। গতকালই ইন্ডিয়া মঞ্চের অপর শরিক এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর নেতা শারদ পাওয়ারের সঙ্গে দেখা করেন অরবিন্দ কেজরীওয়াল। জানা গেছে, দুই শীর্ষ নেতার মধ্যে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব বদলের প্রশ্নে আলোচনা হয়েছে। যদিও এখনও পর্যন্ত ওই বৈঠক সম্পর্কে অরবিন্দ কেজরীওয়াল অথবা শারদ পাওয়ার প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে সমঝোতা করেই নির্বাচনে লড়াই করতে ইচ্ছুক। এই কারণেই বুধবার দিল্লি জুড়ে কংগ্রেসের ডাকা ‘ন্যায় চৌপল’ কর্মসূচী বাতিল করা হয়েছে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। যদিও শেষ মুহূর্তে কংগ্রেসের পক্ষ এই কর্মসূচি বাতিল করায় রাজনৈতিক মহল এর পেছনে অন্য ইঙ্গিত খুঁজছে। সূত্র অনুসারে, কংগ্রেস এখনই আপ-এর সঙ্গে সরাসরি কোনও সংঘাতে না গিয়ে ভবিষ্যতের সমঝোতার রাস্তা খুলে রাখতে চাইছে।
শেষ লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনে কংগ্রেস এবং আম আদমি পার্টি যৌথভাবে লড়াই করলেও সব আসনেই বিজেপির কাছে পরাজিত হয়। এরপর হরিয়ানা বিধানসভা নির্বাচনেও কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে কোনও সমঝোতা হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন