Delhi Polls: বিধানসভা ভোটে ‘একলা চলো’ নীতি আপের, কেজরিওয়ালের ঘোষণায় অস্বস্তিতে ইন্ডিয়া শিবির

People's Reporter: লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শিবিরের সঙ্গে জোট করেছিল আম আদমি পার্টি। কিন্তু খোদ দিল্লিতে হারতে হয় আপকে। সাতটি আসনেই জিতেছে বিজেপি।
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়ালফাইল ছবি
Published on

নতুন বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন দিল্লিতে। দিনক্ষণ ঘোষণা না হলেও মনে করা হচ্ছে ফেব্রুয়ারিতে ভোট হতে পারে রাজধানীতে। লোকসভা নির্বাচনে একসাথে লড়লেও দিল্লি বিধানসভা ভোটে ‘একলা চলো’ নীতি নিতে চলেছে আম আদমি পার্টি। রবিবার সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কোনও জোটে থাকছে না আপ। অন্যদিকে, এর প্রতিক্রিয়ায় দিল্লির আপ সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস।

রবিবার একটি সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসা করা হলে, উত্তরে তিনি জানান, ‘দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনও জোটে থাকবে না। একা লড়াই করবে।‘ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শিবিরের সঙ্গে জোট করেছিল আম আদমি পার্টি। কিন্তু খোদ দিল্লিতে হারতে হয় আপকে। সাতটি আসনেই জিতেছে বিজেপি। রাজধানীতে বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে আপের জোট থেকে সরে যাওয়ায়, বড়সড় ধাক্কা খেল কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, এর প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লির প্রদেশ কংগ্রেসের সভাপতি দেবেন্দর যাদব। তিনি বলেন, ‘আপ সরকারের ব্যর্থতা জনগণের জীবনকে বিভিন্ন ভাবে প্রভাবিত করছে। মানুষ কেজরিওয়ালের উপর ক্ষুব্ধ।‘ দেবেন্দর আরও বলেন, ‘দুর্নীতি কেজরিওয়ালকে যদি শীশ মহল থেকে বের করে দেয়, বিধানসভা নির্বাচনে তাঁকে সরকার থেকেও বের করে দেবে।‘

তবে ইন্ডিয়া জোটে না থাকার সিদ্ধান্ত এটাই প্রথম নয় অরবিন্দ কেজরিওয়ালের। এর আগে ২০২৪–এর লোকসভা নির্বাচনের সময় পাঞ্জাবে জোট করতে চাইলেও, একা লড়ার সিদ্ধান্ত নিয়েছিল আপ। হরিয়ানাতেও একই দৃশ্য দেখা গিয়েছিল। সেখানেও বিধানসভা নির্বাচনে একাধিক বার আলোচনা হলেও অবশেষে জোট হয় নি। এবার দিল্লিতেও ‘একলা চলো’ নীতি নিলেন কেজরিওয়াল। অর্থাৎ আগামী বছর বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০ টি আসনেই প্রার্থী দেবে আপ।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসনেই জিতেছিল আপ। তার মধ্যে বিজেপি জিতেছিল ৮ টি আসনে। কংগ্রেস সেবার একটিও আসনে জিততে পারেনি।  

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in