
দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ এখনও ঘোষিত না হলেও নিজেদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে আম আদমি পার্টি। যে তালিকায় নাম আছে সদ্য আপ-এ যোগ দেওয়া ‘ওঝা স্যার’-এর নাম। সোমবার আম আদমি পার্টি প্রকাশিত দ্বিতীয় প্রার্থী তালিকা অনুসারে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জাংপুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা।
এর আগে নভেম্বর মাসে ১১ প্রার্থীর নাম ঘোষণা করেছিল আপ। যার মধ্যে অন্য দল থেকে সদ্য আম আদমি পার্টিতে যোগ দেওয়া ৬ প্রার্থীও আছেন। এদিন আপ-এর পক্ষ থেকে আরও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
এদিনের প্রার্থী তালিকা অনুসারে প্রতাপগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অউধ ওঝা। এই কেন্দ্র থেকে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করতেন মণীশ সিসোদিয়া। এছাড়াও সদ্য বিজেপি থেকে আপ-এ যোগ দেওয়া জিতেন্দর সিং সান্টি প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহদারা কেন্দ্র থেকে এবং পাল সিং বিট্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন টিমারপুর কেন্দ্র থেকে। উল্লেখযোগ্যভাবে এই দুই কেন্দ্রে বিধায়ক ছিলেন যথাক্রমে রাম নিবাস গোয়েল এবং দিলীপ পান্ডে। যারা পদাধিকারবলে আপ-এ বেশ গুরুত্বপূর্ণ পদে আছেন।
এবারের দিল্লি বিধানসভা নির্বাচন আম আদমি পার্টির কাছে বড়ো চ্যালেঞ্জ। বিশেষ করে দিল্লি লিকার পলিসি স্ক্যাম সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেপ্তারির পর এই নির্বাচন আম আদমি পার্টির কাছে মর্যাদার লড়াই।
২০২০-র দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ী হয় ৬২ আসনে এবং বিজেপি জয়ী হয় ৮ আসনে। সেবার আপ-এর প্রাপ্ত ভোটের হার ছিল ৫৩.৫৭ শতাংশ এবং বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮.৫১ শতাংশ।
২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ী হয় ৬৭ আসনে এবং বিজেপি জয়ী হয় ৩ আসনে। সেবার আম আদমি পার্টির প্রাপ্ত ভোট ছিল ৫৪.৩% এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩২.৩%।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন