Avadh Ojha: শিক্ষাক্ষেত্রে কাজ করতে চাই - আম আদমি পার্টিতে যোগ দিয়ে জানালেন 'ওঝা স্যার'

People's Reporter: সাম্প্রতিক সময়ে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খুলেছেন অউধ ওঝা। গত বছর তিনি বলেছিলেন, মোদীর উচিত সংবিধান ভেঙে দেওয়া এবং নতুন ‘মোদী রাজ’ (Modi Dynasty) চালু করা।
আম আদমি পার্টিতে যোগ দিলেন ওঝা স্যার
আম আদমি পার্টিতে যোগ দিলেন ওঝা স্যারছবি অরবিন্দ কেজরীওয়ালের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আম আদমি পার্টিতে যোগ দিলেন অউধ ওঝা। যিনি ‘ওঝা স্যার’ নামে বেশি পরিচিত। তাঁর ইউপিএসসি কোচিং খুবই জনপ্রিয়। সোমবার তিনি দলীয় প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার উপস্থিতিতে আপ-এ যোগ দেন।

এদিন আম আদমি পার্টিতে যোগ দেবার পর ‘ওঝা স্যার’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাকে রাজনীতিতে যোগ দেবার সুযোগ করে দেবার জন্য এবং শিক্ষাক্ষেত্রে কাজ করার সুযোগ দেবার জন্য সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষা এমন একটি বিষয় যা কোনও জাতির মেরুদন্ড তৈরি করে। সমাজ, পরিবারের আত্মা তৈরি করে। প্রতিটি উন্নত জাতির উন্নয়নের পেছনে শিক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাম্প্রতিক সময়ে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খুলেছেন অউধ ওঝা। গত বছরেই এক ভিডিওতে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর উচিত সংবিধান ভেঙে দেওয়া এবং নতুন ‘মোদী রাজ’ (Modi Dynasty) চালু করা। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহম্মদ ঘোরীর সঙ্গে তুলনা করেন। তিনি আরও বলেন, অবিলম্বে আমাদের দেশের শিক্ষা থেকে মুঘল আমল তুলে নিয়ে মোদী আমল পড়ানো শুরু করা উচিত।

রাজনীতির জগতে পা রাখবার আগে অউধ ওঝা তাঁর ইউপিএসসি কোচিং, ইউটিউব ভিডিও এবং অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য পরিচিত। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও পাটনা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতকোত্তর।  তাঁর আইএএস হবার ইচ্ছা থাকলেও প্রবল ইচ্ছা থাকলেও তিনি সেই পরীক্ষার চূড়ান্ত পর্বে সফল হতে পারেননি। এরপর তিনি ২০০৫ সাল থেকে আইএএস-এর কোচিং দেওয়া শুরু করেন। তিনি দেশের একাধিক খ্যাতনামা আইএএস কোচিং সেন্টারে পড়ানোর পর ২০১৯ সালে মহারাষ্ট্রের পুণেতে নিজের কোচিং ইন্সটিটিউট খোলেন।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২০-র দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ী হয় ৬২ আসনে এবং বিজেপি জয়ী হয় ৮ আসনে। সেবার আপ-এর প্রাপ্ত ভোটের হার ছিল ৫৩.৫৭ শতাংশ এবং বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮.৫১ শতাংশ।

২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ী হয় ৬৭ আসনে এবং বিজেপি জয়ী হয় ৩ আসনে। সেবার আম আদমি পার্টির প্রাপ্ত ভোট ছিল ৫৪.৩% এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩২.৩%।

আম আদমি পার্টিতে যোগ দিলেন ওঝা স্যার
Maharashtra: মহারাষ্ট্রে 'মহা-জট', মহাযুতির বৈঠকে গরহাজির শিন্ধে! দিল্লি উড়ে গেলেন অজিত পাওয়ার
আম আদমি পার্টিতে যোগ দিলেন ওঝা স্যার
Parliament Winter Session: দিনের মত মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন, সরকার আলোচনা চাইছে না - রমেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in