Parliament Winter Session: দিনের মত মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন, সরকার আলোচনা চাইছে না - রমেশ

People's Reporter: গত ২৫ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবার পর সপ্তাহ জুড়েই দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিনও যার ব্যতিক্রম হল না।
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ফাইল ছবি
Published on

গত সপ্তাহের পর সোমবারও শীতকালীন অধিবেশনের ষষ্ঠ দিনে দুপুর বারোটা নাগাদ এদিনের মত মুলতুবি হয়ে গেল দুই কক্ষের অধিবেশন। গত ২৫ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবার পর সপ্তাহ জুড়েই দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিনও যার ব্যতিক্রম হল না।

এদিন সংসদে কোস্টাল শিপিং বিল, ২০২৪ পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। এদিনের অধিবেশনে লোকসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-এর ভারত ও চিন সম্পর্ক নিয়ে তাঁর বলার কথা ছিল। যদিও বিরোধীদের একটানা শ্লোগানে এদিনের কাজ ব্যাহত হয়। বিরোধীদের দাবি ছিল, আদানি ঘুষ কান্ড, মণিপুর এবং সম্ভলের সাম্প্রতিক ঘটনার বিষয়ে আগে আলোচনা করতে হবে।

গত সপ্তাহেও বিরোধীরা সংসদের দুই কক্ষে লাগাতার আদানি ঘুষ কান্ড, মণিপুর এবং সম্ভল নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিলেন। যে দাবি না মানায় বিরোধীরা লাগাতার বিক্ষোভ দেখান এবং দফায় দফায় সংসদের অধিবেশনের কাজ ব্যাহত হয়।

সোমবার কংগ্রেসের পক্ষ থেকে মার্কিন আদালতে গৌতম আদানিকে অভিযুক্ত করা এবং সম্ভল হিংসার বিষয়ে সংসদে আলোচনা এড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “আজও দুই কক্ষের অধিবেশন মুলতবি করা হয়েছে। ইন্ডিয়া মঞ্চভুক্ত দলগুলি আদানি, মণিপুর, সম্ভল এবং আজমীরের বিষয়ে তাৎক্ষণিক আলোচনার জন্য নোটিশ দিয়েছে। সংসদে কোনও বিক্ষোভ দেখানো হয়নি। খুব কমই স্লোগান দেওয়া হয়েছে। কিন্তু মোদি সরকার চায়না সংসদে কোনও আলোচনা হোক।

রমেশ আরও বলেন, এ এক অসাধারণ পরিস্থিতি। যেখানে বিরোধীরা আলোচনা চাইছে কিন্তু সরকার আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।”

সোমবার আম আদমি পার্টি (আপ) সাংসদ সঞ্জয় সিং দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বলেন, “আমি সংসদে দিল্লির ভেঙে পড়া আইনশৃঙ্খলার বিষয়ে আলোচনা করতে চাই। জাতীয় রাজধানীতে প্রতিদিন প্রকাশ্যে হত্যা, তোলাবাজী এবং আরও অনেক কিছুর খবর পাওয়া যাচ্ছে। যদিও অপরাধের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারীদের গ্রেপ্তার করছে পুলিশ। তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন যে তিনি গুন্ডাদের সমর্থন করেন, সাধারণ মানুষকে নয়।

এদিনই আপ সাংসদ রাঘব চাড্ডা বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকন-এর তিন সাধুর গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে রাজ্যসভায় সাসপেনশন অফ বিজনেস নোটিশ আনেন।  

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ
Winter Session: সংসদের অধিবেশন মুলতুবিতে ক্ষুব্ধ ধনখড়, সরকার কেন আটকাচ্ছে না - প্রশ্ন জয়রামের
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ
Indian Railways: উৎসবের মরশুমে দু’মাসে রেলের আয় ১২ হাজার কোটি, তথ্য দিলেন রেলমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in