Maharashtra: মহারাষ্ট্রে কংগ্রেসের 'অতি আত্মবিশ্বাসী' মনোভাবই পরাজয়ের কারণ! কটাক্ষ ঠাকরে শিবিরের

People's Reporter: কয়েক মাস আগে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে ৪৮ টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী হয় কংগ্রেস। শিবসেনা (ইউবিটি) জেতে ৯টি আসনে এবং শরদ পাওয়ারের এনসিপি জেতে ৮টি আসনে।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীফাইল ছবি - সংগৃহীত
Published on

মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চ ভালো ফল করলেও বিধানসভা নির্বাচনে মহা বিকাশ আঘাদি। এই পরাজয়ের কারণে এবার কংগ্রেসের দিকে আঙুল তুললো উদ্ধব ঠাকরের শিবসেনা। কংগ্রেসের 'অতিরিক্ত আত্মবিশ্বাসী' মনোভাবই এই পরাজয়ের মূল কারণ বলে তাদের অভিমত!

মহারাষ্ট্রে ইন্ডিয়া মঞ্চের ব্যর্থতা নিয়ে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে। লোকসভা নির্বাচনের কয়েক মাসের মধ্যেই ইন্ডিয়া মঞ্চ কীভাবে মহাযুতির কাছে পরাজিত হল তা নিয়ে বিভিন্ন শিবির বিভিন্ন মত দিচ্ছে। নির্বাচনের ফলপ্রকাশের পরই কংগ্রেসের একাধিক নেতা দাবি করেছিলেন শরিকদের নিজেদের মধ্যে লড়াইয়ের জন্যই পরাজয়। এবার কংগ্রেসকে পাল্টা কটাক্ষ করল উদ্ধব ঠাকরের শিবসেনা।

মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা অম্বাদাস দানভে বলেন, লোকসভা নির্বাচনের ফলাফলের পরে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের মতো মহারাষ্ট্রেও অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস। তার প্রতিফলন ভোটের ফলপ্রকাশেই দেখা গেছে। আসন ভাগাভাগির সময় এই মনোভাবই জোটে ক্ষতি করেছিল। ভোটের আগেই উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরা উচিত ছিল। এটা করেনি বলেই এমন পরাজয়।

কয়েক মাস আগে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে ৪৮ টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী হয় কংগ্রেস। শিবসেনা (ইউবিটি) জেতে ৯টি আসনে এবং শরদ পাওয়ারের এনসিপি জেতে ৮টি আসনে। বিজেপি জিতেছিল ৯টি আসন। একনাথ শিন্ধের শিবসেনা জেতে ৭টি এবং অজিত পাওয়ারের এনসিপির ঝুলিতে গিয়েছিল ১টি আসন। বাকি ১টি আসন জেতে নির্দল প্রার্থী।

যদিও লোকসভার ফলাফলের সেই ধারা বদলে গেছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলে। রাজ্যের ২৮৮ বিধানসভা আসনের মধ্যে মহাযুতি জোট পেয়েছে ২৩৪ আসন। অন্যদিকে মহা বিকাশ আঘাদি জোট জয়ী হয়েছে ৫০ আসনে। শিবসেনা (ইউবিউটি) পেয়েছে ২০টি আসন, কংগ্রেস পেয়েছে ১৬টি আসন এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী পায় ১০ আসন। প্রত্যাশা অনুযায়ী ফল করতে ব্যর্থ ইন্ডিয়া মঞ্চ।

রাহুল গান্ধী
Maharashtra: মহারাষ্ট্রে ভোটের হারে কীভাবে এত বদল? প্রশ্ন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার কুরেশীর!
রাহুল গান্ধী
Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্তের, উপস্থিত ইন্ডিয়া মঞ্চের শীর্ষ নেতৃত্ব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in