Rakesh Rathore: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ! সাংবাদিক সম্মেলন থেকেই গ্রেফতার কংগ্রেস সাংসদ

People's Reporter: এক মহিলার অভিযোগের ভিত্তিতেই গত ১৭ জানুয়ারি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোর
গ্রেফতার কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোরছবি - সংগৃহীত
Published on

ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল উত্তরপ্রদেশের কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোরকে। সাংবাদিক সম্মেলন থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সীতাপুরের সাংসদকে গ্রেফতার করে পুলিশ। তিনি উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকও। এক মহিলার অভিযোগের ভিত্তিতেই গত ১৭ জানুয়ারি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে পোস্ট করে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাকেশ রাঠোর। তাঁর দাবি, তিনি এমন কাজ করেননি। তাঁকে ফাঁসানো হচ্ছে। রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই না। এলাহাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছিলেন কংগ্রেস সাংসদ। কিন্তু বুধবারই তা খারিজ করে দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। এর আগে ২৩ জানুয়ারি সীতাপুরের এমপি-এমএলএ আদালতও তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয়।

কোতোয়ালি থানায় নির্যাতিতা মহিলা অভিযোগ করে জানান, গত চার বছর ধরে রাকেশ রাঠোর তাঁকে যৌন নির্যাতন করছেন। গত ১৫ জানুয়ারি শেষবার তাঁকে ধর্ষণ করেছিলেন কংগ্রেস সাংসদ। বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পাশাপাশি রাজনৈতিক সুবিধা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওই মহিলাকে।

নির্যাতিতা মহিলা প্রমাণ হিসেবে থানায় একাধিক কল রেকর্ডিং জমা দিয়েছেন। আজই ওই সাংসদকে আদালতে তোলা হয়। কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে।

গ্রেফতার কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোর
কলকাতা-সহ ছয় শহরে মানুষ দিয়ে নর্দমা পরিস্কার পুরোপুরি নিষিদ্ধ, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
গ্রেফতার কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোর
Govind Pansare: থমকে বিচার প্রক্রিয়া, বামপন্থী লেখক গোবিন্দ পানসারে হত্যাকাণ্ডে ৬ অভিযুক্তের জামিন!
গ্রেফতার কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোর
Guantanamo Bay: গুয়ান্তানামো বে-তে ৩০ হাজার জনকে আটক রাখার ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in