প্রজ্ঞা সিং ঠাকুর
প্রজ্ঞা সিং ঠাকুরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হওয়া প্রজ্ঞা ঠাকুর সহ ৭ অভিযুক্তকেই নোটিশ বোম্বে হাইকোর্টের!

People's Reporter: গত জুলাই মাসেই এই মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর সহ অভিযুক্ত ৭ জনকে বেকসুর খালাস করে এনআইএ-র বিশেষ আদালত।
Published on

মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হয়ে যাওয়া ৭ জন এবং এনআইএ-কে নোটিশ জারি করল বোম্বে হাইকোর্ট। ৭ জনের মধ্যে বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরও আছেন।

গত জুলাই মাসেই এই মামলায় অভিযুক্ত ৭ জনকে বেকসুর খালাস করে এনআইএ-র বিশেষ আদালত। বিশেষ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে আবেদন জানান বিস্ফোরণে নিহত ৬ জনের পরিবারের সদস্যরা। সেই আবেদনের ভিত্তিতেই নোটিশ জারি করেছে হাইকোর্ট। ৬ সপ্তাহ পর এই আবেদনের শুনানি হবে বলে জানায় প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম অঙ্কড়ের বেঞ্চ।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে এক বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয়। ১০০-এরও বেশি আহত হয়েছিল। জানা যায় শহরের মসজিদ লাগোয়া কবরস্থানে একটি মোটরসাইকেলে দু’টি বোমা রাখা ছিল। তাতেই হয়েছিল বিস্ফোরণটি। ঘটনার তদন্তে নামে মহারাষ্ট্র সন্ত্রাসদমন শাখা (এটিএস)। তদন্তে উঠে আসে এই ঘটনার নেপথ্যে ছিল একটি হিন্দুত্ববাদী সংগঠন।

এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে উঠে এসেছিল ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞার নাম, যদিও তখন তিনি সাংসদ হননি। যে মোটরসাইকেলে বোমা রাখা ছিল, সেটি প্রজ্ঞার নামে নথিভুক্ত ছিল বলে তদন্তে জানা যায়। এরপরেই বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার হন প্রজ্ঞা এবং প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদশ্রীকান্ত পুরোহিত। পরে দু’জনেই জামিন পান।

এই মামলা ২০১১ সালে যায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে। এরপরে একাধিক চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট জম পড়ে। ২০১৮ সাল থেকে শুরু হয় মামলার বিচারপ্রক্রিয়া। সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ৩২৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। চলতি বছরের এপ্রিলে বিশেষ আদালতে কয়েকশো পাতার তথ্যপ্রমাণ পেশ করে এনআইএ। ১৯ এপ্রিল রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। অবশেষে ৩১ জুলাই এই মামলার রায়দান করেন বিচারক এ কে লাহোটি।

প্রজ্ঞা সিং ঠাকুর
Narendra Modi: টানা ১৭ দিন ধরে স্কুলে দেখানো হবে মোদির শৈশব অনুপ্রাণিত ছবি! নির্দেশ শিক্ষামন্ত্রকের
প্রজ্ঞা সিং ঠাকুর
'ভোট চোরদের রক্ষা করছেন মুখ্য নির্বাচন কমিশনার' - জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in