Maharashtra: শিন্ধেকে মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভার অর্ধেকের বেশি পদ দখলে রাখতে পারে বিজেপি!

People's Reporter: শিবসেনার একনাথ শিন্ধে মুখ্যমন্ত্রী হবেন নাকি বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ তা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে জোর চর্চা চলছে।
Maharashtra: শিন্ধেকে মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভার অর্ধেকের বেশি পদ দখলে রাখতে পারে বিজেপি!
ছবি - সংগৃহীত
Published on

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, একনাথ শিন্ধে যদি মুখ্যমন্ত্রী হন সেক্ষেত্রে মন্ত্রীসভার অধিকাংশ পদ ছেড়ে দিতে হবে বিজেপিকে। যা একনাথ শিন্ধের কাছে সান্ত্বনা পুরস্কারের সমান বলেই দাবি করছেন রাজনৈতিক মহল।

শিবসেনার একনাথ শিন্ধে মুখ্যমন্ত্রী হবেন নাকি বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ তা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে জোর চর্চা চলছে। ২০২২ সালে উদ্ধব ঠাকরে সরকার ভেঙে দেবার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন একনাথ শিন্ধে। এবারেও শিবসেনার তরফ থেকে শিন্ধেকেই ফের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দায়িত্বভার দেবার দাবি করা হচ্ছে।

কিন্তু মহাযুতি জোটে থাকা বিজেপি এবারও একক সংখ্যাগরিষ্ঠ দল। বিজেপির দখলে আছে ১৩২ আসন। মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য প্রয়োজন ১৪৫টি আসন। সেক্ষেত্রে শিবসেনাকে বাদ দিয়ে অজিত পাওয়ারের এনসিপির সাথে জোট করে মহারাষ্ট্রে সরকার গড়ার পথ খোলা থাকছে বিজেপির কাছে। এনসিপি ও বিজেপির জোট হলে দুই দলের মিলিত আসন সংখ্যা দাঁড়াবে ১৭৩।

সূত্রের খবর, একনাথ শিন্ধেকে মুখ্যমন্ত্রী করা হলে মহারাষ্ট্র মন্ত্রিসভার অর্ধেক আসন দখলে রাখবে বিজেপি। মন্ত্রিসভায় ৪৩টি পদ রয়েছে। ৯টি আসন যেতে পারে এনসিপির কাছে। মুখ্যমন্ত্রী সহ ১২টি দপ্তর পেতে পারে শিবসেনা। বাকি ২২ পদ যেতে পারে বিজেপির দিকে। একনাথ শিন্ধে নিজের কাছে রাখতে পারেন নগর উন্নয়ন দপ্তর, পূর্ত বিভাগ এবং জলসম্পদ বিভাগ।

যদিও দেবেন্দ্র ফড়নবীশকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে মহারাষ্ট্র বিজেপির বক্তব্য খুব স্পষ্ট। বিজেপির এক নেতা জানিয়েছেন, বিজেপি জয়ী হয়েছে ১৩২ আসনে। অন্যদিকে শিবসেনা এবং এনসিপি জয়ী হয়েছে ৫৭ এবং ৪১ আসনে। ফলে মুখ্যমন্ত্রী বিজেপির পক্ষ থেকেই হওয়া উচিত এবং সেক্ষেত্রে অতীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলে আসা দেবেন্দ্র ফড়নবীশই উপযুক্ত ব্যক্তি।

সদ্যসমাপ্ত মহারাষ্ট্র নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে মহাযুতি জোট জয়ী হয়েছে ২৩৪ আসনে (বিজেপি -১৩২, শিবসেনা ৫১ এবং এনসিপি ৪১)। অন্যদিকে মহা বিকাশ আঘাদি জোট জয়ী হয়েছে ৫০ আসনে। বাকি ৪ আসনের মধ্যে ২টিতে নির্দল এবং ২টিতে অন্যান্য দল জয়ী হয়েছে।

Maharashtra: শিন্ধেকে মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভার অর্ধেকের বেশি পদ দখলে রাখতে পারে বিজেপি!
Gautam Adani: সংবাদমাধ্যমে ভুল তথ্য সম্প্রচারিত হয়েছে - 'ঘুষকাণ্ডে' বিবৃতি দিয়ে দাবি আদানি গ্রুপের
Maharashtra: শিন্ধেকে মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভার অর্ধেকের বেশি পদ দখলে রাখতে পারে বিজেপি!
Income Tax: পাঁচ বছরে রাজ্যে মহিলা আয়করদাতার পরিমাণ বেড়েছে প্রায় আড়াই লক্ষ, জানাল কেন্দ্র
Maharashtra: শিন্ধেকে মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভার অর্ধেকের বেশি পদ দখলে রাখতে পারে বিজেপি!
Maharashtra: ফড়নবীশ অথবা শিন্ধে - মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in