
সৌরবিদ্যুৎ প্রকল্পে ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ সত্য নয় বলেই এক বিবৃতিতে জানালো আদানি গ্রুপ। পাশাপাশি সংবাদমাধ্যম দ্বারা ভুয়ো খবর সম্প্রচারিত হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘুষ নয়, অন্য তিনটি মামলায় গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি এবং সংস্থার আরেক কর্তা বিনীত জৈন অভিযুক্ত বলেই খবর।
আদানি গ্রিন এনার্জির 'দুর্নীতি'র খবর প্রকাশ্যে আসতেই গৌতম আদানিকে একযোগে আক্রমণ করেন ইন্ডিয়া মঞ্চের নেতারা। কিন্তু আদানি গ্রুপের বিবৃতিতে দেখা যাচ্ছে সমস্ত অভিযোগই মিথ্যা!
আদানি গ্রুপের বিবৃতিতে বলা হয়েছে, গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে বৈদেশিক দুর্নীতি আইনে কোনও মামলা হয়নি। সংবাদ মাধ্যম ভারতের পাশাপাশি বিদেশেও আদানি সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছে।
প্রসঙ্গত, আদানি গ্রিন এনার্জির সাথে এক মার্কিন সংস্থা অ্যাজুরে পাওয়ারের চুক্তি হয়। যৌথ উদ্যোগে ১২ গিগাওয়াট সৌরশক্তি বিভিন্ন রাজ্যে বিক্রি করা হবে - এমনই লক্ষ্য ছিল প্রকল্পটির। প্রকল্পটি বিপুল লাভজনক। ২০ বছরে সংস্থাটি প্রায় ১৭ হাজার কোটি টাকা লাভ করত। এই প্রকল্পের জন্যই ঘুষ দিতে চেয়েছিলেন আদানি।
গৌতম আদানি ছাড়া অন্যান্য অভিযুক্তরা হলেন তাঁর ভাইপো সাগর আদানি, 'আদানি গ্রিন এনার্জি লিমিটেডে'র সিইও বিনীত জৈন, রূপেশ আগরওয়াল, রঞ্জিত গুপ্ত, সৌরভ আগরওয়াল, দীপক মালহোত্রা এবং অস্ট্রেলিয়া-ফ্রান্সের দ্বৈত নাগরিক সিরিল ক্যাবানেস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন