Gautam Adani: সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ২২৩৭ কোটি ঘুষ! মার্কিন মুলুকে অভিযুক্ত আদানি

People's Reporter: আদানি গ্রিন এনার্জির সাথে এক মার্কিন সংস্থা অ্যাজুরে পাওয়ারের চুক্তি হয়। যৌথ উদ্যোগে ১২ গিগাওয়াট সৌরশক্তি বিভিন্ন রাজ্যে বিক্রি করা হবে বলেই প্রকল্পটির লক্ষ্য।
গৌতম আদানি
গৌতম আদানিফাইল ছবি সংগৃহীত
Published on

ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন গৌতম আদানি। শুধু আদানি নন, এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাঁর ভাইপো সাগর আদানিরও। সূত্র মারফত জানা গেছে, দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন!

এই মুহূর্তে বিশ্বের প্রথম সারির ধনী ব্যক্তিদের একজন গৌতম আদানি। কয়েক বছর আগে হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে বড়সড় সমস্যায় পড়েছিলেন আদানি। এবার সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পাওয়া নিয়ে বেশ অস্বস্তিতে পড়লেন তিনি ও তাঁর সংস্থা। মার্কিন সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ কমিশন (SEC) অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানা যাচ্ছে। গৌতম আদানি মার্কিন বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছে বলেই অভিযোগ ওঠে।

গৌতম আদানি ছাড়া অন্যান্য অভিযুক্তরা হলেন তাঁর ভাইপো সাগর আদানি, 'আদানি গ্রিন এনার্জি লিমিটেডে'র সিইও বিনীত জৈন, রূপেশ আগরওয়াল, রঞ্জিত গুপ্ত, সৌরভ আগরওয়াল, দীপক মালহোত্রা এবং অস্ট্রেলিয়া-ফ্রান্সের দ্বৈত নাগরিক সিরিল ক্যাবানেস। এই সিরিল বর্তমানে সিঙ্গাপুরে বাস করছেন বলে খবর।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস সূত্রে খবর, বৃহত্তম প্রকল্প পেতে ভারত সরকারের আধিকারিকদের ২২৩৭ কোটিরও বেশী টাকার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন আদানি। পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। একটি ফোন কল ট্যাপ করে জানা গেছে গৌতম আদানিকে চক্রান্তকারীরা "Numero uno" এবং সাগর আদানিকে "the big man" ছদ্মনামে সম্বোধন করছিলেন। চক্রান্তকারীদের সাথে ঘুষের বিষয়ে ফোনে কথা হয়েছিল সাগরের।

আদানি গ্রিন এনার্জির সাথে এক মার্কিন সংস্থা অ্যাজুরে পাওয়ারের চুক্তি হয়। যৌথ উদ্যোগে ১২ গিগাওয়াট সৌরশক্তি বিভিন্ন রাজ্যে বিক্রি করা হবে - এমনই লক্ষ্য ছিল প্রকল্পটির। প্রকল্পটি বিপুল লাভজনক। ২০ বছরে সংস্থাটি প্রায় ১৭ হাজার কোটি টাকা লাভ করত। এই প্রকল্পের জন্যই ঘুষ দিতে চেয়েছিলেন আদানি।

প্রসঙ্গত, গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া মারফত গৌতম আদানি জানিয়েছিলেন, আমেরিকাতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে ইচ্ছুক তিনি। তিনি লেখেন, মার্কিন এনার্জি সিকিওরিটি এবং পরিকাঠামো প্রকল্পে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চাই। যার জেরে ১৫ হাজার কর্মসংস্থান হবে।

এই পরিস্থিতিতে আমেরিকার বাজারে 'আদানি গ্রিন এনার্জি’র যে বন্ড ছাড়ার পরিকল্পনা ছিল, তা স্থগিত রাখা হয়েছে। আজ ছাড়ার কথা ছিল বন্ড। আদানি গ্রিন এনার্জির তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘আমেরিকার বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি ফৌজদারি এবং একটি দেওয়ানি মামলা দায়ের করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেলা আদালতে মামলাগুলি দায়ের হয়েছে। এতে আমাদের সংস্থার বোর্ড সদস্য গৌতম আদানি ও সাগর আদানির নাম রয়েছে। এই অবস্থায় প্রস্তাবিত আমেরিকার ডলার ডিনোমিনেটেড বন্ডগুলির ব্যাপারে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in