Income Tax: পাঁচ বছরে রাজ্যে মহিলা আয়করদাতার পরিমাণ বেড়েছে প্রায় আড়াই লক্ষ, জানাল কেন্দ্র

People's Reporter: শীতকালীন অধিবেশনে কোন রাজ্যে কত মহিলা আয়কর জমা দিয়েছেন, সেই তথ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে জানতে চান তৃণমূল সাংসদ মালা রায়।
Income Tax: পাঁচ বছরে রাজ্যে মহিলা আয়করদাতার পরিমাণ বেড়েছে প্রায় আড়াই লক্ষ, জানাল কেন্দ্র
ছবি - সংগৃহীত
Published on

গত পাঁচ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে মহিলা আয়করদাতার পরিমাণ বেড়েছে প্রায় আড়াই লক্ষ। মোট সংখ্যা ১৩ লক্ষের কাছাকাছি দাঁড়িয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে এই তথ্য জানালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

শীতকালীন অধিবেশনের প্রথম দিনে কোন রাজ্যে কত মহিলা আয়কর জমা দিয়েছেন, সেই তথ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে জানতে চান তৃণমূল সাংসদ মালা রায়। তার উত্তরে মন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থবর্ষে দেশে মোট ১ কোটি ৮৩ লক্ষ ১২ হাজার ২০০ জন মহিলা আয়কর দিয়েছিলেন। ২০২৩-২৪ অর্থবর্ষে যা বেড়ে হয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৪১ হাজার ৯৮৭ জন। এর মধ্যে বাংলা থেকে ২০১৯-২০ অর্থবর্ষে আয়কর দিয়েছিলেন ১০ লক্ষ ৫০ হাজার ৭৫৫ জন। যা ২০২৩-২৪ অর্থবর্ষে বেড়ে হয়েছে ১২ লক্ষ ৯৫ হাজার ৫০৬ জন।

সম্প্রতি ভারতের আয়করদাতাদের উপর একটি সমীক্ষা করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সেই সমীক্ষা অনুযায়ী, ভারতে মোট আয়করদাতাদের মধ্যে মহিলাদের সংখ্যা ১৫ শতাংশ। তবে তালিকার প্রথম পাঁচ রাজ্যের অনুপাত জাতীয় হারের থেকে বেশী। তালিকার প্রথমে রয়েছে কেরালা, যেখানে মহিলা আয়করদাতার পরিমাণ ২২-২৬ শতাংশ। দ্বিতীয় তামিলনাড়ু, ২১-২৫ শতাংশ। তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বাংলা ও পাঞ্জাব, যেখানে মহিলাদের পরিমাণ ১৬-১৯ শতাংশ। পঞ্চমে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ১৫-১৯ শতাংশ।

শুধু আয়কর দেওয়াই নয়। বিনিয়োগের ক্ষেত্রেও এগিয়ে বাংলার মহিলারা। সমীক্ষা অনুযায়ী, শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডে রাজ্যের প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই মহিলা। তবে মহিলাদের অংশীদারিত্বে বাংলা তৃতীয় স্থানে থাকলেও সামগ্রিক ভাবে প্রথম পাঁচে নেই রাজ্য। এই তালিকার প্রথম পাঁচটি রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান ও তামিলনাড়ু।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in