BJP: 'অপারেশন সিঁদুর'-কে হাতিয়ার করে দেশজুড়ে প্রচারাভিযানের পরিকল্পনা বিজেপির!

People's Reporter: বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
BJP: 'অপারেশন সিঁদুর'-কে হাতিয়ার করে দেশজুড়ে প্রচারাভিযানের পরিকল্পনা বিজেপির!
ছবি - সংগৃহীত
Published on

'অপারেশন সিঁদুর'-এর সাফল্য নিয়ে প্রচারে নামছে বিজেপি। এর পেছনের কৌশলগত উদ্দেশ্য নিয়ে জনগণকে সচেতন করবে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে এমনটাই খবর শোনা যাচ্ছে। দেশজুড়ে এই প্রচারাভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে।

অপারেশন সিঁদুর-কে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে বিরোধীদের কড়া জবাব দিতে চাইছে বিজেপি। যা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হতে পারে শীঘ্রই। সূত্রের খবর, রবিবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই নাকি এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়া বিজেপির একাধিক সাধারণ সম্পাদকও বৈঠকে অংশ নেন এবং কার্যকর বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজনে গুরুত্ব দেন।

জানা গেছে, অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও এ বিষয়ে আলোচনা করেছেন, যাতে কৌশলগত সিদ্ধান্তে দলীয় নেতৃত্বের মধ্যে পূর্ণ সমন্বয় বজায় থাকে।

সোমবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা সম্বিত পাত্র অপারেশন সিঁদুর-এর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, এই অভিযানের মাধ্যমে পাকিস্তানের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ভারত সন্ত্রাসবাদী শিবির ও ১১টি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, "পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, প্রতিশোধ শত্রুর কল্পনার বাইরে হবে। আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করেছি। ভারতীয় সেনার সাহস এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি ধ্বংস হয়েছে।"

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন ২৫ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। তার প্রত্যাঘাতে ৬ মে রাতে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই মিশনের নাম রাখা হয় ‘অপারেশন সিঁদুর’।

BJP: 'অপারেশন সিঁদুর'-কে হাতিয়ার করে দেশজুড়ে প্রচারাভিযানের পরিকল্পনা বিজেপির!
'যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধ করুন, এটা বলিউড সিনেমা নয়' - প্রাক্তন সেনাপ্রধান নারাভানে
BJP: 'অপারেশন সিঁদুর'-কে হাতিয়ার করে দেশজুড়ে প্রচারাভিযানের পরিকল্পনা বিজেপির!
Sensex & Nifty: ভারত-পাক সংঘর্ষবিরতিতে চাঙ্গা শেয়ার বাজার! একলাফে ২০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in