
ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির প্রভাব দেখা দেল শেয়ার বাজারে। সোমবার সকালে বাজার খুলতেই চাঙ্গা দেশের শেয়ার বাজার। এক ধাক্কায় ২ হাজার পয়েন্টের বেশি বাড়ল সেনসেক্স। বেড়েছে নিফটিও। ফলে সোমবার সকালে খুশির জোয়ার বিনিয়োগকারীদের মধ্যে।
সোমবার সকালে বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে দেখা যায় সেনসেক্স ২.৩৯ শতাংশ অর্থাৎ ১৮৯৬.২৮ পয়েন্ট বেড়ে ৮১,৩৫০.৭৫-এ পৌঁছেছে। অন্যদিকে এদিন সকালে নিফটি ২.৫২ শতাংশ অর্থাৎ ৬০৫.২ পয়েন্ট বেড়ে ২৪,৬১৩.২-তে পৌঁছেছে।
সোমবার সকালে যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে, সেগুলি হল - ইন্ডিগো অ্যাভিয়েশন, শ্রীরাম ফিনান্স, দ্য ইন্ডিয়ান হোটেল, আদানি গ্রিন, রিলায়েন্স পাওয়ার, আদানি পাওয়ার, আদানি এন্টারপ্রাইস। এদের শেয়ার ৬ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
তবে সোমবার ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হ্যাল, সান ফার্মার মতো শেয়ারগুলিতে পতন দেখা গেছে। ১ থেকে ২ শতাংশ পর্যন্ত পতন দেখা গেছে শেয়ারগুলিতে।
মেহতা ইকুইটিজ লিমিটেডের সিনিয়র ভিপি (গবেষণা) প্রশান্ত তাপসে বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সোমবারের শুরুর দিকে নিফটির বাজারের জন্য একটি বিশাল প্রত্যাবর্তন ঘটাতে পারে”।
বিশেষজ্ঞদের দাবি, চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক উন্নতির সবুজ সংকেত ভারতীয় শেয়ার বাজার চাঙ্গা হওয়ার অন্যতম কারণ। তবে এর থেকেও বড় কারণ হল ভারত-পাক সংঘর্ষবিরতি।
উল্লেখ্য, হোয়াইট হাউস জানিয়েছে, রবিবার আমেরিকা ও চিন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি সোমবার ওষুধের খরচ কমানোর লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এই নির্দেশিকা HHS (স্বাস্থ্য ও মানব সেবা) কে নির্দেশ দেবে এবং চিকিৎসকদের দ্বারা পরিচালিত ওষুধের সর্বনিম্ন আন্তর্জাতিক মূল্যের বিপরীতে মেডিকেয়ার পেমেন্ট নির্ধারণ করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন