UP: প্রকাশ্যে যোগী সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ! দলীয় বিধায়ককে শো-কজ নোটিশ বিজেপির

People's Reporter: রবিবার উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী বিজেপি বিধায়ককে শো-কজ নোটিশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জরফাইল ছবি
Published on

প্রকাশ্যে সরকারের সমালোচনা এবং দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগে উত্তরপ্রদেশের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জরকে শো-কজ করল গেরুয়া শিবির। সাত দিনের মধ্যে তাঁকে চিঠির জবাব দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী বিজেপি বিধায়ককে শো-কজ নোটিশ দিয়েছেন। নোটিশে তিনি লেখেন, 'বেশ কিছুদিন ধরেই আপনি প্রকাশ্য জনসভায় সরকারের সমালোচনা করছেন এবং আপনার বক্তব্য ও কর্মকাণ্ড দলের সুনাম নষ্ট করছে। এতে দলীয় শৃঙ্খলাভঙ্গ হচ্ছে'।

নোটিশে আরও বলা হয়েছে, "আগামী ৭ দিনের মধ্যে এই চিঠির জবাব দিতে হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ অনুসারে এই চিঠি পাঠানো হয়েছে। কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? তার উত্তর আপনাকে দিতে হবে"।

প্রসঙ্গত, গাজিয়াবাদ জেলার লোনির বিধায়ক নন্দকিশোরকে নিয়ে কার্যত অস্বস্তিতে পড়ছে গেরুয়া শিবির। কখনও গো-হত্যা, কখনও অবৈধ এনকাউন্টার তো কখনও সরাসরি মুখ্যসচিবকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছেন তিনি। যা দলের ভাবমূর্তি নষ্টের সমান বলেই দলীয় নেতৃত্বের মত।

কিছুদিন আগেই উত্তরপ্রদেশ সরকারকে সবথেকে দুর্নীতিগ্রস্ত সরকার বলে আক্রমণ করেছিএলেন তিনি। তাঁর কথায় এই সরকারের অধীনে থাকা সমস্ত আধিকারিক এবং অফিসাররা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত। নন্দকিশোর বলেছিলেন, "মুখ্যসচিব ‘মহারাজ জি’ (যোগী আদিত্যনাথ)-এর মস্তিষ্ককে ‘জাদুবিদ্যা’ প্রয়োগ করে বেঁধে ফেলেছেন। মুখ্যসচিব বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। এই সরকারের কর্মকর্তারা অযোধ্যায় জমি লুঠ করছেন।"

এর আগে রাজ্যে হওয়া গোহত্যা নিয়ে তিনি বলেছিলেন, 'এটা খুবই উদ্বেগের বিষয়ে যে আমাদের সরকারের আমলে প্রতিদিন উত্তরপ্রদেশে ৫০,০০০ গো-হত্যা হচ্ছে। গো-কল্যাণের টাকা গায়েব করে দেওয়া হচ্ছে। এর পিছনে রয়েছে মুখ্যসচিবের হাত। সমস্ত জায়গায় লুঠের রাজত্ব চলছে। আমি চাই পুরো বিষয়টা আমাদের মুখ্যমন্ত্রী জানুক'। এখন দেখার বিজেপি বিধায়ক কত দিনের মধ্যে চিঠির জবাব দেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর
Delimitation: লোকসভার আসন বিন্যাস নিয়ে বিজেপির বিরুদ্ধে একজোট দক্ষিণ ভারত!
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর
PM Modi: ৩১ মাসে ৩৮ বিদেশ সফরে মোদীর খরচ ২৫৮ কোটি! খাড়গের প্রশ্নের উত্তরে জানালো কেন্দ্র
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর
২০১৮ সালেই বিচারপতি ভার্মার বিরুদ্ধে জালিয়াতির মামলা করে সিবিআই! টাকা উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in