
* ২০২২-এর মে থেকে ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ৩৮টি বিদেশ সফর করেছেন।
* ৩১ মাসে ৩৮ বিদেশ সফরে প্রধানমন্ত্রীর খরচ ২৫৮ কোটি টাকা।
* সবথেকে বেশি খরচ হয়েছে ২০২৩-এর জুন মাসে আমেরিকা সফরে।
২০২২-এর মে মাস থেকে ২০২৪-এর ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩৮ টি বিদেশ ভ্রমণের মোট খরচ ২৫৮ কোটি টাকা। বৃহস্পতিবার, ২০ মার্চ, রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা।
রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, প্রধানমন্ত্রীর ৩৮টি বিদেশ সফরের মধ্যে সবথেকে বেশি খরচ হয়েছে ২০২৩-এর জুন মাসের আমেরিকা সফরে। যে সফরের মোট খরচ প্রায় ২৩ কোটি টাকা। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের করা প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর প্রত্যেকটি সফরের খরচ সংক্রান্ত তথ্য আলাদা আলাদা ভাবে লিখিত আকারে জমা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, ২০২২-এর মে মাস থেকে ২০২৪-এর ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ৩৮বার বিদেশ সফর করেছেন। ২০২২-এর মে মাসে জাপান সফর থেকে ২০২৪-এর ডিসেম্বরে কুয়েত সফর পর্যন্ত এই তালিকায় উল্লেখ করা হয়েছে।
তথ্য অনুসারে, ২০২৩-এর জুন মাসে আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খরচ হয়েছিল ২২ কোটি ৮৯ লক্ষ ৬৮ হাজার ৫০৯ টাকা। ২০২৩-এর মে মাসে প্রধানমন্ত্রীর জাপান সফরে খরচ হয়েছিল ১৭ কোটি ১৯ লক্ষ ৩৩ হাজার ৩৫৬ টাকা। ২০২৪-এর সেপ্টেম্বর মাসে প্রধামমন্ত্রীর আমেরিকা সফরের খরচ ছিল ১৫ কোটি ৩৩ লক্ষ ৭৬ হাজার ৩৪৮ টাকা। ২০২২-এর মে মাসে প্রধানমন্ত্রী নেপাল সফরের খরচ ছিল ৮০ লক্ষ ১ হাজার ৪৮৩ টাকা।
এছাড়াও ২০২২-এ প্রধানমন্ত্রী সফর করেছেন ডেনমার্ক, ফ্রান্স, ইউএই, উজবেকিস্তান এবং ইন্দোনেশিয়ায়। ২০২৩ সালে প্রধানমন্ত্রী সফর করেছেন অস্ট্রেলিয়া, ইজিপ্ট, দক্ষিণ আফ্রিকা, গ্রিসে এবং ২০২৪-এ তিনি সফর করেছেন পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ইটালি, ব্রাজিল এবং গায়নায়। রাজ্যসভায় দেওয়া তথ্য অনুসারে, ২০২২-এর মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী ১০টি বিদেশ সফর করেছেন। ২০২৩ সালে তিনি মোট ১১টি বিদেশ সফর করেছেন এবং ২০২৪ সালে তিনি বিদেশ সফর করেছেন ১৭টি।
২০২৪-এ মোদীর পোল্যান্ড সফরের খরচ ছিল ১০ কোটি ১০ লক্ষ ১৮ হাজার ৬৮৬ টাকা, ইউক্রেন সফরের খরচ ছিল ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ১৬৯ টাকা, রাশিয়া সফরের খরচ ছিল ৫ কোটি ৩৪ লক্ষ ৭১ হাজার ৭২৬ টাকা, ইতালি সফরের খরচ ছিল ১৪ কোটি ৩৬ লক্ষ ৫৫ হাজার ২৮৯ টাকা, ব্রাজিল সফরের খরচ ছিল ৫ কোটি ৫১ লক্ষ ৮৬ হাজার ৫৯২ টাকা এবং গায়না সফরের খরচ ছিল ৫ কোটি ৪৫ লক্ষ ৯১ হাজার ৪৯৫ টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন