
দেশের বর্তমান বিভাজনকারী শক্তির বিরুদ্ধে মোকাবিলার জন্য বিরোধী দলগুলিকে কৌশল তৈরি করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার, 'ভারত জোড়ো যাত্রা'-কালে এই আহ্বান জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
এই মুহূর্তে কেরালায় রয়েছে 'ভারত জোড়ো যাত্রা'। যাত্রার ১২ তম দিনে কেরলের আলুভার পারাভুর জংশনে বক্তব্য রাখার সময় রাহুল বলেন, ‘আমি মনে করি বিরোধীদের একটা কৌশল নিয়ে আসতে হবে। দেশে এখন যে মতাদর্শিক, আর্থিক এবং প্রাতিষ্ঠানিক শক্তি এসেছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য সকলকে জোট বাঁধতে হবে।’
বাম শাসিত কেরালার মাটিতে দাড়িয়ে রাহুল বলেন, ‘এখানে অনেক বামপন্থী সমর্থকেরা আমার সঙ্গে হাত (Handshakes) মিলিয়েছেন, কারণ তাঁরা বিশ্বাস করেন ঘৃণা-বিদ্বেষের বিষয়ে আমার বক্তব্য সঠিক।’
কংগ্রেস সভাপতি পদে গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই প্রশ্ন এদিন এড়িয়ে যান রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমি আমার শেষ সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছি। তাই আজ আমি আর কিছু বলব না।’
রাহুল আরও বলেন, কংগ্রেস সভাপতির পদ ‘কোন সাংগঠনিক পদ নয়, এটি একটি আদর্শিক পদ।’ তিনি জানান, ‘এটি একটি দৃষ্টান্ত যেখানে মূল্যবোধ ও ভারতের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়।’
সোনিয়া-পুত্র রাহুলের কথায়, 'এই পদে প্রতিটি কংগ্রেস কর্মী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জিজ্ঞাসা করুন, অন্য কোনও দলে এই বৈশিষ্ট্য আছে কিনা।’
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অফিসে অভিযান চালানো এবং গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সকল প্রকারের সাম্প্রদায়িক সহিংসতার উৎসের বিরুদ্ধে মোকাবিলা করা উচিত।’