

চলতি মাসের ২৪ এবং ২৫ তারিখ ধর্মঘটের বিষয়ে অনড় থাকলো দ্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। ব্যাঙ্ক ইউনিয়নগুলির মঞ্চ ইউএফবিইউ-এর পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ইউনিয়নগুলির মূল দাবিপত্র নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে তাদের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৪ এবং ২৫ মার্চ দেশের সমস্ত ব্যাঙ্ক কর্মচারীরা ধর্মঘটে শামিল হবে।
ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ-এর (NCBE) সাধারণ সম্পাদক এল চন্দ্রশেখর জানিয়েছেন, ব্যাঙ্ক ইউনিয়নগুলির মঞ্চ ইউএফবিইউ আগেই এই ধর্মঘটের ঘোষণা করেছিল। যে যে দাবিতে এই ধর্মঘট ডাকা হয় তার মূল দাবির মধ্যে আছে ব্যাঙ্কের বিভিন্ন শূন্যপদে নিয়োগ এবং পাঁচ দিনের কর্ম সপ্তাহ।
এছাড়াও ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর (DFS) সাম্প্রতিক ‘মাইক্রো ম্যানেজমেন্ট’ পদ্ধতিরও বিরোধিতা করছে ব্যাঙ্ক ইউনিয়নগুলির মঞ্চ। তাদের মতে, এর হস্তক্ষেপের ফলে ব্যাঙ্কের স্বশাসনের অধিকার খর্ব হবে।
অন্যান্য দাবির মধ্যে আছে আইবিএ-র সাথে বাকি দাবিগুলির মীমাংসা করা, গ্র্যাচুইটি আইন সংশোধন করে সর্বোচ্চ সীমা ২৫ লক্ষ টাকা করে এটিকে সরকারি কর্মচারীদের জন্য প্রকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং আয়কর থেকে অব্যাহতি।
প্রসঙ্গত, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন (AIBOC), ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ (NCBE) এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস অ্যাসোসিয়েশনকে (AIBOA) নিয়ে গঠিত ইউএফবিইউ মঞ্চ এই আন্দোলন পরিচালনা করছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন