
আর কিছু সময়ের অপেক্ষা! তারপরই পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের যোগ্য জবাব দেবে ভারত! এমনটাই জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
বুধবার দিল্লিতে তিন সেনা প্রধানের সাথে বৈঠক করেন রাজনাথ সিং। বৈঠক শেষে নাম না করেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। রাজনাথ সিং বলেন, কিছু সময়ের মধ্যেই যোগ্য জবাব দেওয়া হবে। এমন জবাব দেওয়া হবে যাতে সারা বিশ্ব দেখে।
তিনি আরও জানান, "আমি দেশবাসীকে আশ্বস্ত করছি যে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে, সরকার প্রয়োজনীয় এবং উপযুক্ত প্রতিটি পদক্ষেপ নেবে। আমরা কেবল যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাছেই পৌঁছাব না বরং আমরা তাদের কাছেও পৌঁছাব যারা পর্দার আড়ালে বসে ভারতের মাটিতে এই ধরণের জঘন্য কাজ করার ষড়যন্ত্র করেছে।"
অন্যদিকে, সূত্র মারফত জানা যাচ্ছে আজই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে মোদী ছাড়াও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও থাকতে পারেন বৈঠকে। পাশাপাশি ৩ সেনা প্রধানও যোগ দিতে পারেন হাইভোল্টেজ বৈঠকে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নৃশংস জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। নৃশংস জঙ্গি হামলার পরই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, "জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাই। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা হচ্ছে।"
তিনি আরও লেখেন, "এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। তাদের রেহাই দেওয়া হবে না! তাদের দানবিক উদ্দেশ্য কখনও সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন