Rahul Gandhi: 'প্রমাণ করুন নইলে ক্ষমা চান', ভোট চুরির অভিযোগ নিয়ে রাহুলকে ৭ দিনের আল্টিমেটাম কমিশনের

People's Reporter: মুখ্য নির্বাচন কমিশনার বলেন, "নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভোটারদের নিশানা করা হচ্ছে। রাজনীতি করা হচ্ছে। কমিশন সকলের কাছে স্পষ্ট করে দিতে চায়, কমিশন কোনও ভেদাভেদ করে না।"
রাহুল গান্ধী ও জ্ঞানেশ কুমার
রাহুল গান্ধী ও জ্ঞানেশ কুমারছবি - সংগৃহীত
Published on

ভোট চুরি এবং বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। রাহুল গান্ধী (Rahul Gandhi) পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ করেছেন, দেশের সাম্প্রতিক নির্বাচনগুলিতে একাধিক কেন্দ্রে ভোট চুরি হয়েছে এবং বিজেপিকে সহায়তা করছে নির্বাচন কমিশন। এই আবহে এবার রাহুল গান্ধীকে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। অভিযোগ প্রমাণ করার জন্য লোকসভার বিরোধী দলনেতাকে সাত দিনের সময় বেঁধে দিলেন তিনি।

রবিবার সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেই রাহুল গান্ধীর বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, "হয় এই ভোট চুরি নিয়ে হলফনামা দিতে হবে অথবা দেশের কাছে ক্ষমা চাইতে হবে। এর তৃতীয় কোনও বিকল্প নেই। যদি সাত দিনের মধ্যে হলফনামা না পাওয়া যায়, তার মানে এই অভিযোগগুলো সমস্ত ভিত্তিহীন"।

এদিন মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, "নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে। রাজনীতি করা হচ্ছে। নির্বাচন কমিশন সকলের কাছে স্পষ্ট করে দিতে চায়, কমিশন কোনও ভেদাভেদ না করে নির্ভয় হয়ে ধনী-দরিদ্র, প্রবীণ, মহিলা, যুবা, প্রান্তিক শ্রেণী, প্রত্যেক ধর্মের ভোটারদের পাশে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও থাকবে"।

জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, "নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবে না নির্বাচন কমিশন। গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা সংশোধনের দাবি তুলে আসছিল। কমিশন বিহার থেকে তা শুরু করেছে। যখন খসড়া তালিকা করা হচ্ছিল, তখন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও (বিএলএ) যুক্ত ছিলেন"।

এদিকে রবিবারই 'ভোট চুরি' এবং এসআইআর-এর বিরুদ্ধে বিহারে 'ভোটার অধিকার যাত্রা' করেছেন বিরোধীরা। সাসারাম থেকে শুরু হওয়া এই যাত্রা ১৫ দিনে ২০ জেলার মধ্যে দিয়ে ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। ওই দীর্ঘ যাত্রার নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব।

অন্যদিকে এসআইআর প্রক্রিয়াটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, বিহারের ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় ৬৫ লক্ষ ভোটারের সম্পূর্ণ বিবরণ জনসমক্ষে প্রকাশ করতে হবে। নাম বাদ দেওয়ার কারণও জানাতে হবে কমিশনকে। সেই মতো রবিবার সমস্ত তালিকা প্রকাশ করেছে কমিশন।

রাহুল গান্ধী ও জ্ঞানেশ কুমার
India Bloc: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ইমপিচমেন্ট' প্রস্তাব আনবে ইন্ডিয়া মঞ্চ
রাহুল গান্ধী ও জ্ঞানেশ কুমার
SIR: সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিহারের বাদ পড়া ৬৫ লক্ষ নামের তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in