
বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় নিহত ১১ জনেরই বয়স ৪০ বছরের নীচে। যার মধ্যে একজন ১৩ বছরের নাবালিকাও রয়েছে। বেঙ্গালুরু পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
বুধবারের মর্মান্তিক দুর্ঘটনার পর আরসিবির আইপিএল ট্রফি জয়ের সমস্ত উদযাপন কার্যত স্তব্ধ হয়ে গেছে। ভিড়ের চাপে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের শনাক্ত করেছে পুলিশ। জানা যাচ্ছে মৃতদের মধ্যে এক ১৩ বছরের নাবালিকার (দিব্যাংশি) পাশাপাশি ১৭ বছরের এক নাবালকও (শিবালিঙ্গা) আছে।
এছাড়া অন্যরা হলেন, অক্ষতা (২৭), মনোজ (৩৩), শ্রাবণ কে.টি. (২০), দেবী (২৯), চিন্ময়ী (১৯), সাহানা (২৫), ডোরেশা (৩২), ভূমিক এবং প্রজ্জ্বল।
এই ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “এই ধরনের ঘটনা বহু জায়গায় ঘটেছে। আমি সেগুলির তুলনা টেনে ঘটনার সমর্থনে কথা বলতে চাইছি না। কুম্ভমেলাতেও ৫০-৬০ জন মারা গিয়েছেন। আমি কিন্তু সমালোচনা করিনি। কংগ্রেস যদি সমালোচনা করে থাকে, তাহলে সেটা আদালা বিষয়। কিন্তু আমি কি সমালোচনা করেছি?”
মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, ঘোষণা করেছেন সিদ্দারামাইয়া। তাঁর দাবি, ৩৩ হাজার দর্শকাসনের স্টেডিয়াম, সেখানে ২-৩ লক্ষ মানুষ প্রবেশ করতে গিয়েছিলেন। যার জেরে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার বিকেলে চিন্নাস্বামি স্টেডিয়ামের বাইরে যখন পুলিশ একের পর এক দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন স্টেডিয়ামের মধ্যে ট্রফি জয়ের সেলিব্রেশন করছিল গোটা আরসিবি দল। ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে দুঃখপ্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আরসিবি অফিসিয়াল বিবৃতিতে জানায়, দলের ফেরা উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল বেঙ্গালুরু জুড়ে। আমরা সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পেরেছি, সেই জমায়েতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। সকলের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও লেখে, "আরসিবি মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথেই, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কর্মসূচি সংশোধন করি এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং পরামর্শ অনুসরণ করেছি। আমরা আমাদের সকল সমর্থকদের নিরাপদে থাকার জন্য অনুরোধ করছি।"
সেই বিবৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে কোহলি লিখেছেন, ‘‘ভাষা খুঁজে পাচ্ছি না। অত্যন্ত হৃদয় বিদারক।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন