
ফের একবার অপারেশন সিঁদুর নিয়ে সরব হলেন ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। এবার তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নয়, ফলাফলটাই আসল।
মঙ্গলবার পুণে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। যেখানে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের রণকৌশল সম্পর্কে কিছু তথ্য দেন তিনি। পাশপাশি যুদ্ধের ফলাফলকে ক্রিকেট ম্যাচের সাথে তুলনা করতে দেখা গেল তাঁকে।
জেনারেল চৌহান বলেন, "যখন আমাকে আমাদের কতটা ক্ষতি হয়েছে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলেছিলাম যে এগুলি গুরুত্বপূর্ণ নয়। ফলাফল গুরুত্বপূর্ণ। ক্ষতির বিষয়ে কথা বলা খুব একটা সঠিক হবে না। ধরুন আপনি একটি ক্রিকেট ম্যাচ খেলতে গেলেন এবং আপনি যে কোনও উপায়ে জেতেন, তাহলে কত উইকেট, বল, খেলোয়াড় এই সব গুরুত্বপূর্ণ হয় না। আপনি জিতেছেন এটাই গুরুত্বপূর্ণ।"
এর আগে গত শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত 'শাংগ্রি-লা সংলাপ' অনুষ্ঠানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলেছিলেন জেনারেল চৌহান। তাঁর কাছে ভারত-পাক সংঘর্ষে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, “বিমান ধ্বংস হয়েছিল কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল কেন বিমান ধ্বংস হয়েছে।"
পাশাপাশি তিনি জানিয়েছিলেন, "সংখ্যাটাও গুরুত্বপূর্ণ নয়। ভালো দিক হল আমরা যে কৌশলগত ভুল করেছিলাম তা বুঝতে পারি। পরে সংশোধন করি এবং দুই দিন পরে আবার নিজেদের লক্ষ্য বাস্তবায়ন করেছি। আমাদের সমস্ত বিমান আবার উড়েছিল। বহু দূরে থাকা লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে সক্ষম হয়েছিল। আমরা পাকিস্তানের ৩০০ কিলোমিটার গভীরে ভারী বিমান-প্রতিরক্ষামূলক বিমানঘাঁটিতে নির্ভুল হামলা চালাতে সক্ষম হয়েছি।"
তিনি বিমান ধ্বংস নিয়ে পাকিস্তানের দাবিকে 'অতিরঞ্জিত' বলেও দাবি করেছিলেন। কিন্তু বিমান ধ্বংসের অভিযোগ অস্বীকার করেননি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন