GST: লক্ষ্য রাজস্ব বৃদ্ধি! সিগারেট সহ একাধিক পণ্যের উপর ৩৫% জিএসটি বসতে চলেছে

People's Reporter: জুলাইয়ে ফিটমেন্ট কমিটি এই প্রস্তাবটি জিওএম-এর কাছে পাঠায়। কমিটি তামাকজাত পণ্যগুলির উপর সর্বোচ্চ ২০% অতিরিক্ত কর আরোপের সুপারিশ করেছিল।
GST: লক্ষ্য রাজস্ব বৃদ্ধি! সিগারেট সহ একাধিক পণ্যের উপর ৩৫% জিএসটি বসতে চলেছে
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

জিএসটি কাউন্সিলের মন্ত্রীদের গ্রুপ (জিওএম) সম্প্রতি তামাকজাত দ্রব্য, সিগারেটের মতো পণ্যগুলির জন্য GST হার ২৮% থেকে বাড়িয়ে ৩৫% করার প্রস্তাব দিয়েছে। এই পদক্ষেপটি জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব বৃদ্ধি উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই সমস্ত পণ্যগুলিকে "ক্ষতিকর পণ্য" হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। বর্ধিত করের মাধ্যমে সরকারের লক্ষ্য এসব পণ্যের ব্যবহার কমানো। বিশেষজ্ঞরা মনে করেন উচ্চ কর আরোপের ফলে ধূমপান এবং অস্বাস্থ্যকর পানীয় গ্রহণে একটি উল্লেখযোগ্য হ্রাস ঘটতে পারে, যা স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করবে।

অন্যদিকে, রাজস্ব বৃদ্ধির দিক থেকেও এই প্রস্তাবটি তাৎপর্যপূর্ণ। তামাক এবং কার্বনেটেড পানীয়ের মতো পণ্যের চাহিদা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায়, সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হবে।

উল্লেখ্য, জুলাইয়ে ফিটমেন্ট কমিটি এই প্রস্তাবটি জিওএম-এর কাছে পাঠায়। কমিটি তামাকজাত পণ্যগুলির উপর সর্বোচ্চ ২০% অতিরিক্ত কর আরোপের সুপারিশ করেছিল। বর্তমান প্রস্তাবে অতিরিক্ত সেস এবং করের মাধ্যমে রাজস্ব বাড়ানোর দিকটিও গুরুত্ব পেয়েছে।

তবে, অর্থমন্ত্রী জানান এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। জনস্বাস্থ্যের উন্নতি এবং সরকারের আর্থিক কাঠামো শক্তিশালী করার দৃষ্টিকোণ থেকে এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে তা ইতিবাচক ফলাফল দেবে বলেই অনেকে আশা করছেন।

GST: লক্ষ্য রাজস্ব বৃদ্ধি! সিগারেট সহ একাধিক পণ্যের উপর ৩৫% জিএসটি বসতে চলেছে
'আমরা বলেছিলাম মণিপুর, উনি বুঝলেন করিনা কাপুর' - প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ কংগ্রেসের
GST: লক্ষ্য রাজস্ব বৃদ্ধি! সিগারেট সহ একাধিক পণ্যের উপর ৩৫% জিএসটি বসতে চলেছে
Road Accidents: মানুষ ট্রাফিক নিয়ম মানেনা, টু-হুইলার চালকরা হেলমেট পরে না - আক্ষেপ নীতিন গড়কড়ির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in