'আমরা বলেছিলাম মণিপুর, উনি বুঝলেন করিনা কাপুর' - প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ কংগ্রেসের

People's Reporter: বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্ম শতবার্ষিকিকে সামনে রেখে 'রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল' আয়োজিত হবে আগামী ১৩ ডিসেম্বর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে করিনা কাপুর এবং সইফ আলি খান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে করিনা কাপুর এবং সইফ আলি খানছবি সংগৃহীত
Published on

বলিউডের কাপুর পরিবারের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করল কংগ্রেস। মণিপুর যাওয়ার বদলে করিনা কাপুরদের সাথে দেখা করেছেন বলে আক্রমণ করেন কংগ্রেস নেতা পবন খেরা।

বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্ম শতবার্ষিকিকে সামনে রেখে 'রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল' আয়োজিত হবে আগামী ১৩ ডিসেম্বর। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বুধবার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে আসেন কাপুর পরিবার। ছিলেন রণবীর কাপুর, করিনা কাপুর, করিশ্মা কাপুর, সইফ আলি খান, আলিয়া ভাট সহ কাপুর পরিবারের অন্যান্য সদস্যরা।

নরেন্দ্র মোদীর ফেসবুক পেজ থেকে সাক্ষাতের একটি ভিডিও করে পোস্ট করা হয়েছে। যেখানে কাপুর পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি কারিনা কাপুরকে তাঁর স্বামী সাইফ আলি খানের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়। আবার একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী কারিনা-সাইফের দুই ছেলে তৈমুর ও জেহের জন্য অটোগ্রাফ দিচ্ছেন। এই সাক্ষাৎ নিয়েই কটাক্ষ করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, মণিপুরে ঘটে চলা অশান্তি ক্রমাগত এড়িয়ে চলেছেন প্রধানমন্ত্রী। এক বছরের বেশি সময় ধরে জাতিগত হিংসা চলছে মণিপুরে। প্রধানমন্ত্রী কেন সেখানে এখনও একবারও যাননি, এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে কাপুর পরিবারের সাথে তাঁর সাক্ষাৎকে হাতিয়ার করে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, 'আমরা বলেছিলাম মণিপুর, উনি বুঝলেন করিনা কাপুর'।

প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে ২৫৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এই সহিংসতা রাজ্যের সামাজিক ও রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলেছে। ইম্ফল উপত্যকায় মেইতেই সম্প্রদায় এবং পার্শ্ববর্তী পাহাড়ে কুকি গোষ্ঠীর সংঘর্ষে হাজার হাজার মানুষ গৃহহীন রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে করিনা কাপুর এবং সইফ আলি খান
আইনের অপব্যবহার হচ্ছে, স্পষ্ট প্রমাণ ছাড়া স্বামীর বিরুদ্ধে মামলা নয় - নির্দেশ শীর্ষ আদালতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে করিনা কাপুর এবং সইফ আলি খান
PMJDY: প্রধানমন্ত্রীর স্বপ্নের 'জন-ধন যোজনা' প্রকল্পে ১১ কোটির বেশি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in