
প্রধানমন্ত্রী জন-ধন যোজনা (PMJDY)-র অধীনে এখনও পর্যন্ত মোট ৫৪.০৩ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে ১১.৩০ কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
রাজ্যসভায় একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী জানান, ২০২৪ সালের ২০ নভেম্বর পর্যন্ত নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিতে মোট ১৪,৭৫০ কোটি টাকা ব্যালেন্স রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে (PSBs) PMJDY-এর অধীনে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্চ ২০১৭ সালে যেখানে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের হার ছিল ৩৯.৬২ শতাংশ, সেখানে ২০২৪ সালের নভেম্বরে তা ২০.৯১ শতাংশে নেমে এসেছে।
পঙ্কজ চৌধুরী আরও বলেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র নির্দেশিকা অনুযায়ী, কোনও সঞ্চয় বা কারেন্ট অ্যাকাউন্টে দুই বছরের বেশি সময় ধরে কোনো রকম লেনদেন না হলে সি অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই সমস্ত অ্যাকাউন্টগুলির উপর নজর রাখে। এছাড়া, অর্থ মন্ত্রণালয় নিয়মিত এই বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং ব্যাঙ্কগুলিকে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা কমিয়ে আনতে নির্দেশ দিচ্ছে।
প্রসঙ্গত, PMJDY প্রকল্পটি ২০১৪ সালে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে চালু করা হয়েছিল। এর মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী জন-ধন অ্যাকাউন্ট খোলার জন্য শুধুমাত্র আধার কার্ড প্রয়োজন। যদি কারোর আধার কার্ড না থাকে, তাহলে তিনি প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা এই ধরনের অন্যান্য নথির সাহায্যে জন-ধন অ্যাকাউন্ট খুলতে পারবেন।
তবে অ্যাকাউন্টগুলি পুনরায় চালু করাও যায়। সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে গ্রাহকরা কেওয়াইসি ফর্ম জমা দিয়ে অ্যাকাউন্ট চালু করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকরা এই পরিষেবা পেয়ে থাকেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন