Vaishno Devi Stampede: নববর্ষে প্রার্থনা জানাতে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু ১২ তীর্থযাত্রীর, আহত বহু

নতুন বছরের শুরুতে বৈষ্ণোদেবীর মন্দিরে প্রণাম জানাতে প্রচুর ভক্ত এসেছিলেন। অনুমতি ছাড়াই ভক্তরা সকলে একসাথে মন্দির ভবনে প্রবেশ করার চেষ্টা করে। তখনই এই দুর্ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে
আহতদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছেছবি সংগৃহীত

জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে ১২ জন তীর্থযাত্রীর। আহত হয়েছেন বহু। তাদের স্থানীয় নারায়ণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এডিজিপি মুকেশ সিং একথা জানিয়েছেন।

ত্রিকুটা পাহাড়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নতুন বছরের শুরুতে বৈষ্ণোদেবীর মন্দিরে প্রণাম জানাতে প্রচুর ভক্ত এসেছিলেন। অনুমতি ছাড়াই ভক্তরা সকলে একসাথে মন্দির ভবনে প্রবেশ করার চেষ্টা করে। তখনই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা ঘটার পরে অবিলম্বে উদ্ধার কাজ শুরু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের বেশ কয়েকজন

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে
K'taka: বাড়িতে বড়দিন পালনে বজরঙ দলের বাধা, রুখে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের হটালেন মহিলারা, ভাইরাল ভিডিও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in