Nepal: নেপালে সাধারণ নির্বাচনের মুখে প্রাক্তন র‍্যাপারের সঙ্গে জোট বাঁধলেন প্রাক্তন সঞ্চালক

People's Reporter: নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP) প্রতিষ্ঠাতা প্রাক্তন টিভি সঞ্চালক থেকে রাজনীতির জগতে প্রবেশ করা রবি লামিচ্ছানে রবিবার বলেন্দ্র শাহর সঙ্গে এক বৈঠকের পর জোটের কথা ঘোষণা করেন।
আরএসপি-র সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন বলেন্দ্র শাহ
আরএসপি-র সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন বলেন্দ্র শাহছবি রবি লামিচ্ছানের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

নেপালে সাধারণ নির্বাচনের আগে দেশের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (RSP) সঙ্গে জোট বাঁধলেন র‍্যাপ জগত থেকে রাজনীতির আঙিনায় প্রবেশ করা বলেন্দ্র শাহ। কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বলেন্দ্র শাহ আসন্ন নির্বাচনকে সামনে রেখে গতকাল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সঙ্গে জোট গড়েছেন। আগামী বছরের ৫ মার্চ নেপালে জাতীয় সাধারণ নির্বাচন।

নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি-র প্রতিষ্ঠাতা প্রাক্তন টিভি সঞ্চালক থেকে রাজনীতির জগতে প্রবেশ করা রবি লামিচ্ছানে (Rabi Lamichhane)। রবিবার আরএসপি-র সঙ্গে বলেন্দ্র শাহর এক বৈঠকের পর এই জোটের কথা ঘোষণা করা হয়েছে। আসন্ন সাধারণ নির্বাচনে এই জোট নেপালের বর্তমান রাজনৈতিক দলগুলির কাছে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই রাজনৈতিক মহলের অভিমত।

জানা গেছে, জোটের আগে দুই দলের মধ্যে সাত দফা দাবি নিয়ে চুক্তি হয়েছে। যে চুক্তি অনুসারে যদি এই জোট আগামী নির্বাচনে ক্ষমতাসীন হয় সেক্ষেত্রে সংসদীয় দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হবেন বলেন্দ্র শাহ এবং লামিচ্ছানে আরএসপি-র প্রধান পদে থাকবেন। দুই পক্ষই চলতি বছরে নেপালে জেন-জি বিক্ষোভের সময় উঠে আসা দাবিগুলি সমাধানের চেষ্টা করবে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের ওই বিক্ষোভে মৃত্যু হয় ৭৭ জনের এবং প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন কে পি শর্মা ওলি

আরএসপি নেতা লামিচ্ছানে গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে রাজনীতিতে তাঁর কার্যক্রম আরও জোরদার করেছেন। বিগত সময়ে তিনি বলেন্দ্র শাহের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকও করেছেন।

সমবায় সমিতিগুলোর ছোট আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত তহবিল অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত একটি মামলার সঙ্গে জড়িত থাকার কারণে তিনি কারাগারে ছিলেন। তিনি ২০২২ সালের নির্বাচনের আগে দলটি গঠন করেন এবং একজন টিভি উপস্থাপক হিসেবে তার দুর্নীতিবিরোধী প্রচারের জন্য জনপ্রিয়তা লাভ করেন।

রবি লামিচ্ছানে

নেপালে জনপ্রিয়তার পাশাপাশি রবি লামিচ্ছানে যথেষ্ট বিতর্কিত হিসেবেও পরিচিত। ২০২৩ সালে তিনি নেপালে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হন। এইসময় তাঁর নেপালি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। দীর্ঘসময় তিনি আমেরিকান নাগরিক ছিলেন। আদালত রায় দেয় যে নির্বাচনের সময় তার নাগরিকত্ব অবৈধ ছিল, যার ফলে তিনি উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

এই ধাক্কা সত্ত্বেও, তিনি নাগরিকত্বের জন্য পুনরায় আবেদন করার পর তার রাজনৈতিক অবস্থান ফিরে পান এবং ২০২৩ সালের এপ্রিলে তিনি সংসদে পুনরায় নির্বাচিত হন, যা তার জনপ্রিয়তা ও প্রভাবকে আবারও প্রতিষ্ঠিত করে। যদিও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।

আরএসপি-র সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন বলেন্দ্র শাহ
Nepal: নেপালের শাসনভার নিল সেনা, দেশজুড়ে জারি কার্ফু! জেল ভেঙে পালাতে গিয়ে গুলিতে নিহত পাঁচ বন্দী
আরএসপি-র সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন বলেন্দ্র শাহ
Nepal: প্রাক্তন প্রধানমন্ত্রীকে মার বিক্ষুব্ধ জনতার! মারধর করা হল তাঁর স্ত্রী তথা বিদেশমন্ত্রীকেও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in