
Gen-Z বিক্ষোভের জেরে অশান্ত নেপাল। এবার উত্তেজিত জনতার হাতে মার খেলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী তথা বিদেশমন্ত্রী আরজু রানা দেউবা। একটি ভিডিওতে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
সোমবার থেকে বিক্ষুব্ধ নেপালের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মঙ্গলবার ৪০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রচুর ধোঁয়া বের হচ্ছে সেখান থেকে। এর মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় বেরোতে দেখা যায়। তাঁদের ধরাধরি করে নিয়ে যাচ্ছেন কয়েকজন। দাবি করা হচ্ছে, উত্তেজিত জনতার হাতে মার খেয়েছেন দম্পতি।
৪ সেপ্টেম্বর থেকে নেপালে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এক্স (পূর্বতন টুইটার) সহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়। যার প্রতিবাদে সোমবার রাজধানী কাঠমান্ডুর নিউ বাণেশ্বরে বিক্ষোভ দেখান জেন-জি প্রজন্ম। অর্থাৎ মূলত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে যুবক-যুবতীরা এই বিক্ষোভে সামিল হন। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।
বিক্ষোভের প্রকোপ বাড়ায় সোমবার রাতেই সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। মঙ্গলবার সকাল থেকেই তাঁর পদত্যাগের দাবি তুলে শুরু হয় বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতা একের পর এক মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করতে থাকেন। যার জেরে মঙ্গলবারই পদত্যাগ করেন ওলি। কিন্তু তারপরেও থামেনি বিক্ষোভ।
মঙ্গলবার ওলির বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়ে। এছাড়া মঙ্গলবার সকালে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সিপিএন নেতা প্রচণ্ডের বাসভবনেও আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সদ্য ইস্তফা দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং টেলিযোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাসভবনেও।
অন্যদিকে, এদিন নেপালের বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবার বাড়িতে, নেপালি কংগ্রেসের সদর দফতরে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইউএমএল নেতা মহেশ বাসনেত, নেপালি কংগ্রেসের নেতা গগন থাপার বাড়িতেও। এছাড়া নেপালের পার্লামেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টেও ধরানো হয়েছে আগুন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন