
• ইরান ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি আরও উদ্বেগজনক।
• তেহরানে থাকা ভারতীয়দের তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।
• এর আগে মার্কিন নাগরিকদের জন্য একই নির্দেশিকা জারি করেছিল মার্কিন সরকার।
অবিলম্বে ভারতীয়দের তেহরান ছাড়ার নির্দেশ দিল ভারতীয় দূতাবাস। মঙ্গলবার নয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে দূতাবাস। মার্কিন নাগরিকদের জন্য একই নির্দেশিকা আগেই জারি করেছিল ট্রাম্প প্রশাসন।
মধ্যপ্রাচ্যে ইরান এবং ইজরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই অবস্থায় দুই দেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপদে থাকার বা ওই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। আজ এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, যাঁরা নিজেদের সামর্থ অনুযায়ী নিরাপদে অন্য শহরে চলে যেতে সক্ষম তাঁরা অবিলম্বে চলে যান।
ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানায়, "যে সকল ভারতীয় নাগরিক এবং জন তথ্য কর্মকর্তা (PIOs) যাঁরা নিজেদের সম্পদ ব্যবহার করে তেহরান থেকে সরে যেতে পারেন, তাঁদের শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।"
দূতাবাস আরও জানিয়েছে, "তেহরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের দূতাবাসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে নিজের বর্তমান অবস্থান ও ফোন নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে।"
দূতাবাসের দেওয়া জরুরি যোগাযোগ নম্বরগুলো হলো: +98 9010144557, +98 9128109115 এবং +98 912810910
অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ইরান-ইজরায়েল সংঘাত আবহে দুই দেশেই ২৪*৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিনি বলেন, “সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় নাগরিক সুরক্ষাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
Keywords: Iran-Israel conflict: India Iran advisory, Indian citizens in Iran, Ministry of External Affairs India, India Iran evacuation, Iran tensions, Middle East crisis, Travel advisory Iran
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন