Iran-Israel Conflict: ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত! সোমবারের জন্য তেল আবিবের দূতাবাস বন্ধ করলো আমেরিকা

People's Reporter: তেল আবিবে মার্কিন দূতাবাসে ইজরায়েলি হানার পর এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করে নিতে বলা হয়েছে। দূতাবাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান হয়েছে।
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিব স্থিত মার্কিন দূতাবাস
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিব স্থিত মার্কিন দূতাবাস গ্রাফিক্স - আকাশ
Published on
Summary

• তেল আবিব স্থিত মার্কিন দূতাবাসে ইরানের হামলা।

• দূতাবাসের ব্যাপক কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে আমেরিকা।

• যদিও সোমবারের জন্য দূতাবাস এবং দূতাবাসের সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হয়েছে।

• এক বিবৃতিতে তেল আবিবের মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের করে নেবার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইজরায়েলে থাকা মার্কিন দূতাবাস। হামলার পরই গোটা দিনের জন্য বন্ধ করে দেওয়া হল ওই দূতাবাস। তবে দূতাবাসে কোনও হতাহতের খবর মেলেনি। আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "মার্কিন দূতাবাস এই মুহূর্তে আমেরিকানদের সরিয়ে নেওয়ার বা ইজরায়েল ত্যাগে সরাসরি সহায়তা করার মতো অবস্থানে নেই।"

আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে ওই বিবৃতিতে জানানো হয়েছে, "বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সংঘাতের ফলে, মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে যে সমস্ত মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসস্থানের ভেতরে এবং কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "নিরাপত্তা পরিস্থিতির কারণে এবং ইজরায়েল হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে, জেরুজালেমে মার্কিন দূতাবাস আগামীকাল (সোমবার, ১৬ জুন) বন্ধ থাকবে। এর মধ্যে জেরুজালেম এবং তেল আবিবের কনস্যুলার বিভাগগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। কোনও পাসপোর্ট (জরুরি বা নিয়মিত) পরিষেবা থাকবে না।"

গত চার দিন ধরে চলছে ইরান-ইজরায়েল সংঘাত। সোমবার ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশমন্ত্রকের ভবনে হামলা চালায় ইজরায়েল। যার পাল্টা আঘাত হানে ইরানও। ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবে থাকা মার্কিন দূতাবাস। ফের হামলার আশঙ্কায় একদিনের জন্য বন্ধ করা হয়েছে সেই দূতাবাস। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি দূতাবাসের। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইজরায়েল। নতুন করে ৫ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলেই ইজরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, ইরান-ইজরায়েল সংঘাত শুরু হওয়ার পরই যুদ্ধ বন্ধের আর্জি জানানোর পাশাপাশি ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, যদি ইরান আমাদের উপর কোনোভাবে আক্রমণ করে, তাহলে মার্কিন সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে পাল্টা আক্রমণ চালানো হবে। যা আগে কখনও দেখা যায়নি। এই সংঘাতে আমেরিকার কোনও যোগ নেই বলেও সাফ জানিয়ে দেন ট্রাম্প।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরান-ইজরায়েল সংঘাতে এখনও পর্যন্ত দুই দেশের মোট ২৪৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইরানে ২৩০ এবং ইজরায়েলে ১৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।

Keywords: Iran-Israel conflict, Iranian attack, US embassy Tel Aviv, Middle East tensions, Monday embassy closure

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিব স্থিত মার্কিন দূতাবাস
Iran-Israel Conflict: ১ নম্বর 'শত্রু' ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান! বিস্ফোরক দাবি নেতানিয়াহুর
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিব স্থিত মার্কিন দূতাবাস
Iran-Israel Conflict: ইজরায়েল পরমাণু হামলা চালালে পাল্টা হামলা করবে পাকিস্তান! দাবি ইরানের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in