X: "গভীরভাবে উদ্বিগ্ন" - ভারতে প্রেস সেন্সরশিপের অভিযোগ এলন মাস্কের এক্স-এর

People's Reporter: এক্স ভারত সরকারের কড়া সমালোচনা করে অভিযোগ করেছে, ভারতে প্রেস সেন্সরশিপ চলছে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে রয়টার্স-এর এক্স হ্যান্ডেল ব্লক-এর বিষয়ে কোনও ভূমিকা ছিলোনা বলে জানানো হয়েছে।
এক্স-এর বার্তা
এক্স-এর বার্তাগ্রাফিক্স - আকাশ
Published on
Summary

* ভারতে প্রেস সেন্সরশিপ চলছে বলে অভিযোগ এলন মাস্কের সংস্থা এক্স-এর।

* সম্প্রতি রয়টার্স-এর এক্স হ্যান্ডেল ব্লকিং নিয়ে বিতর্কের সূত্রপাত।

* ভারত সরকার জানিয়েছে, রয়টার্স-এর এক্স হ্যান্ডেল ব্লকিং-এ ভারত সরকারের কোনও ভূমিকা ছিলনা।

ভারতে রয়টার্স-এর এক্স হ্যান্ডেল ব্লকিং নিয়ে বিতর্ক দেশের গণ্ডী ছাড়ালো। মঙ্গলবার এই বিষয়ে এলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স ভারত সরকারের কড়া সমালোচনা করে অভিযোগ করেছে, ‘ভারতে প্রেস সেন্সরশিপ চলছে’। যদিও এর আগেই ভারত সরকারের পক্ষ থেকে রয়টার্স-এর এক্স হ্যান্ডেল ব্লক-এর বিষয়ে কোনও ভূমিকা ছিলো না বলে জানানো হয়েছে।

যদিও ভারত সরকারের এই দাবি মানতে চায়নি এক্স। এই প্রসঙ্গে এক্স জানিয়েছে, ভারত সরকার ৩ জুলাই রয়টার্স সহ ২,৩৫৫টি এক্স হ্যান্ডেল ভারতে ব্লক করার নির্দেশ দিয়েছিল। এক্স এর বক্তব্য অনুসারে, ‘কোনও কারণ না দেখিয়েই এক ঘণ্টার মধ্যে ওই এক্স হ্যান্ডেলগুলো ব্লক করার কথা বলা হয়েছিল।’

মঙ্গলবার এক্স-এর পক্ষ থেকে (পূর্বতন ট্যুইটার) এক পোষ্টে জানানো হয়েছে, “এই ব্লকিং-এর আদেশের কারণে ভারতে বর্তমানের প্রেস সেন্সরশিপ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এক্স সমস্ত আইনি বিকল্প অনুসন্ধান করছে। ভারতের ব্যবহারকারীদের বিপরীতে, এই নির্দেশের বিরুদ্ধে এক্স-এর আইনি চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা ভারতীয় আইন দ্বারা সীমাবদ্ধ। আমরা প্রভাবিত ব্যবহারকারীদের আদালতের মাধ্যমে আইনি প্রতিকার গ্রহণের জন্য অনুরোধ করছি।”

এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম আজ এক পোস্টে জানিয়েছে, “৩ জুলাই, ২০২৫ তারিখে, ভারত সরকার এক্স-কে আইটি আইনের ধারা ৬৯এ এর অধীনে ভারতে ২,৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয়, যার মধ্যে রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমও অন্তর্ভুক্ত ছিল। যা অমান্য করলে ফৌজদারি দায়বদ্ধতার ঝুঁকি থাকে।"

এই প্রসঙ্গে এক্স আরও জানিয়েছে, তাদের সামনে এই নির্দেশ মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনও রাস্তা খোলা ছিলো না। কারণ সরকারি নির্দেশ না মানলে শাস্তির সম্মুখীন হবার সম্ভাবনা ছিল। পাশাপাশি, এক্স আরও জানিয়েছে, যারা অ্যাকাউন্ট নিয়ে এই ধরণের সমস্যায় পড়ছেন তাঁরা আইনি পথে সমস্যা মেটানোর কথা ভাবুন।

যদিও এবারেই প্রথম নয়। এর আগেও ভারত সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে এক্স। চলতি বছরের মার্চ মাসে কর্ণাটক হাইকোর্টে এই বিষয়ে এক মামলা হয়। যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অভিযোগ জানিয়ে বলে, সরকার আইনের ৬৯-এ ধারায় নির্দেশিত বিষয়বস্তুকে এড়িয়ে সমান্তরাল কনটেন্ট ব্লকিং প্রক্রিয়া তৈরি চালাচ্ছে।

তথ্যপ্রযুক্তি আইনের ৬৯(ও) ধারা অনুসারে অনলাইনের কোনও বিষয়বস্তু ব্লক করতে পারে সরকার। যদিও এক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। যেমন ওই বিষয়বস্তু জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশের আইনশৃঙ্খলার জন্য সমস্যা তৈরি করতে পারে মনে হলে তখনই পর্যালোচনার পর তা মুছে দেওয়া যেতে পারে।

Keywords: X (formerly Twitter), India, Press Censorship, Elon Musk

এক্স-এর বার্তা
News Agency: ২৪ ঘন্টা পর ভারতে ফের চালু রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার এক্স অ্যাকাউন্ট!
এক্স-এর বার্তা
X Accounts: ভারত সরকারের নির্দেশ, ৮০০০ অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু এক্স-এর!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in