
২৪ ঘন্টা বন্ধ থাকার পর ফের ভারতে চালু হল সংবাদ সংস্থা রয়টার্স-র (Reuters) এক্স অ্যাকাউন্ট। পাশাপশি খোলা হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস এবং তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্টও। এলন মাস্কের সংস্থা এক্স জানিয়েছে, আইনি কিছু শর্তের কারণে অ্যাকাউন্টগুলি বন্ধ ছিল ভারতে।
শনিবার রাত থেকে আচমকাই বন্ধ হয়ে যায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স, চীনের গ্লোবাল টাইমস এবং তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্ট। তবে ওয়েবসাইট খোলা ছিল। ব্যবহারকারীরা সংস্থাগুলির এক্স অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলে স্ক্রিনে ভেসে ওঠে, আইনি শর্তের কারণে অ্যাকাউন্টটি ভারতে বন্ধ।
রয়টার্স, এক্স এবং ভারত সরকারের পক্ষ থেকে অ্যাকাউন্ট পুনরুদ্ধার সংক্রান্ত বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। খবরটি প্রকাশ্যে আসার পর ভারত সরকারের মুখপাত্র রবিবার বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ‘‘সংবাদ সংস্থা রয়টার্সকে আটকানোর কোনও বাধ্যবাধকতা নেই ভারত সরকারের। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং এক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’’
রয়টার্সের এক মুখপাত্র জানান, তারা এই পরিস্থিতির দ্রুত সমাধানে এক্স-এর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভারতে অ্যাকাউন্ট পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। রবিবার রয়টার্স সোশ্যাল মিডিয়া টিমকে পাঠানো এক ইমেলে এক্স জানায়, “এই মুহূর্তে, আমরা আর ভারতে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস আটকাচ্ছি না।” তবে এক্স-এর এই সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ বা আইনি শর্তের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
রয়টার্সের আরেকটি অ্যাকাউন্ট, Reuters World, যা একইভাবে ভারতে ব্লক করা হয়েছিল, সেটিও রবিবার গভীর রাতে পুনরায় চালু করা হয়।
তবে এই বিষয়ে রয়টার্স ১৬ মে এক্স-এর পাঠানো একটি ইমেলের উল্লেখ করেছে। যেখানে X বলেছিল, “আমরা যদি কোনো আইনপ্রয়োগকারী সংস্থা বা সরকার-অনুমোদিত সংস্থার কাছ থেকে আইনি অনুরোধ পাই, তবে আমরা অ্যাকাউন্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।”
উল্লেখযোগ্যভাবে, X ও ভারত সরকারের মধ্যে কনটেন্ট অপসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। মার্চ মাসে এক্স কেন্দ্র সরকারের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করে, যেখানে বলা হয়, নতুন একটি সরকারি ওয়েবসাইট অসংখ্য কর্মকর্তাকে কনটেন্ট অপসারণের ক্ষমতা প্রদান করছে। ভারত অবশ্য দাবি করেছে, এই ওয়েবসাইট শুধুমাত্র প্রযুক্তি কোম্পানিগুলিকে ক্ষতিকর কনটেন্ট সম্পর্কে অবহিত করার প্ল্যাটফর্ম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন