
ট্রাম্পের কাছে মাথা নত করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বাণিজ্য চুক্তি নিয়ে পীযূষ গোয়েলের দাবি উড়িয়ে এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।
আর মাত্র তিন দিন পরই শেষ হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পাল্টা শুল্ক আরোপের সময়সীমা। এই প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের দাবি, ভারত সরকার কোনও দেশের সময়সীমা মেনে চুক্তিতে সই করবে না। যদিও বাণিজ্যমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।
এক্স মাধ্যমে রাহুল গান্ধী লেখেন, “পীযূষ গোয়েল যতই বুক চাপড়ান না কেন, মনে রাখবেন, মোদী ট্রাম্পের শুল্ক আরোপের সময়সীমার কাছে নত হবেন।”
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “ভারত কখনও সময়সীমার চাপে বা অন্য কোনও চাপের বশবর্তী হয়ে বাণিজ্য চুক্তিতে সই করবে না। দেশের স্বার্থ সুরক্ষিত থাকলে এবং তা উভয়ের জন্য লাভজনক হলে তবেই আলোচনা সম্ভব।”
সূত্রের খবর, ভারত ও আমেরিকার মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে ৯ জুলাইয়ের আগেই। তবে এই চুক্তির পথে একাধিক বাধা রয়েছে। মূল বিরোধ তৈরি হয়েছে আমেরিকান কৃষিপণ্য - বিশেষত ভুট্টা ও সয়াবিনের উপর ভারতীয় শুল্ক কমানো নিয়ে। একইসঙ্গে, ট্রাম্প প্রশাসন চাইছে ভারতের দুগ্ধ শিল্পে বড়সড় মার্কিন প্রবেশাধিকার, যা ভারতের প্রায় ৮ কোটিরও বেশি মানুষকে জীবিকায় সহায়তা করে।
ভারতের পক্ষ থেকেও পাল্টা দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের শ্রম-নির্ভর শিল্প যেমন বস্ত্র, রত্ন ও অলংকার, চামড়াজাত পণ্য এবং রাসায়নিক রপ্তানির ক্ষেত্রে আরও বড় বাজার দিতে হবে।
দু'পক্ষের মধ্যে শেষ মুহূর্তের চেষ্টাতেও ফল না মিললে, ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে। তেমনটা হলে তা ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপরের ঘোষণা করেন ট্রাম্প। পরে ৯০ দিনের জন্য তা স্থগিত রাখা হয়। সেই সময়সীমার শেষ মুহূর্তে দাঁড়িয়ে এখনও সমাধান অধরা। জুনের শেষে চীনের সাথে বাণিজ্যচুক্তি করেছিল আমেরিকা। সেই সময়ই ট্রাম্প জানিয়েছিলেন, এরপর তাঁর লক্ষ্য ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন