Bangladesh: "কে শয়তান, কাকে খুঁজছেন?" সমাজমাধ্যম থেকে মহম্মদ ইউনূসকে হুঁশিয়ারি শেখ হাসিনার

People's Reporter: সোমবার রাতে সমাজমাধ্যমে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেন – ইউনূস দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছেন। অন্তর্বর্তী সরকারের মদতে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুর হয়েছে।
শেখ হাসিনা
শেখ হাসিনা ফাইল ছবি - বাংলাদেশ আওয়ামী লিগ ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

পরিস্থিতি অনুকূল হলেই বাংলাদেশে ফিরতে চান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। সোমবার রাতে সমাজমাধ্যমে প্রচারিত হয় আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ভাষণ। সেখানে জাতির উদ্দেশ্যে তিনি বলেন – ইউনূস দেশকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’তে পরিণত করেছেন। এই অন্তর্বর্তী সরকারের মদতেই ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাসভবন ভাঙচুর চলেছে।

ভাষণের পরে জুলাই আন্দোলনে আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের সঙ্গে তিনি কথা বলেন। তিনি এক পুলিশকর্মীর বিধবা স্ত্রীকে জানান - সমস্ত রকম আইনি সাহায্য করা হবে। সমস্ত আক্রান্ত পুলিশকর্মীর পরিবারের উদ্দেশ্যে তিনি আশ্বাস দেন - “আমি আছি। আমি অবশ্যই এর বিচার কোনও না কোনও দিন করব। আমি ফিরে আসব এবং পুলিশকর্মীদের মৃত্যুর প্রতিশোধ নেব।”

বাংলাদেশে গত বছরের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জে বেশ কয়েকজন পুলিশকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এক ডজনেরও বেশি পুলিশকে হত্যা করা এবং কয়েকজনের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। এই ভয়াবহ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে হাসিনা বলেন, “আমি ফিরে আসব এবং আমাদের পুলিশদের মৃত্যুর প্রতিশোধ নেব।”

তিনি আরও বলেন – “ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের একজন স্বঘোষিত ছাত্রনেতা আছেন যিনি বলেন, পুলিশদের হত্যা ছাড়া বিপ্লব সম্ভব নয়। আমাদের এই নৈরাজ্যের অবসান ঘটাতে হবে।”

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুষ্কৃতীদের পাকড়াও করতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে। বাংলাদেশ জুড়ে হাজার হাজার অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে। সেই প্রসঙ্গে হাসিনা বলেন – “ছয় মাসেরও বেশি সময় কেটে গেছে, তবুও হিংসা অব্যাহত রয়েছে। এখন আমি শুনেছি যে তিনি (ইউনূস) ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করবেন। কে ডেভিল, কাকে খুঁজছেন? তিনি দেশ চালাতে অক্ষম। অর্থনীতি সংকটে রয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।”

শেখ হাসিনা
Bangladesh: "আমাকে ও আমার ছোটোবোনকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল" - অডিও বার্তায় শেখ হাসিনা
শেখ হাসিনা
Love Jihad: মহারাষ্ট্র সরকারের 'লভ জিহাদ' আইনের বিরোধিতায় এনডিএ শরিক! টানলেন প্রধানমন্ত্রীর প্রসঙ্গও
শেখ হাসিনা
ADR Report: ৬ জাতীয় রাজনৈতিক দলের মোট আয়ের ৭৫ শতাংশই বিজেপির ঘরে, আয়ের চেয়ে ব্যয় বেশি আপ-এর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in