

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে মৈনপুরী জেলার কারহাল আসন থেকে লড়াই করবেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। দলীয় সূত্র অনুসারে এই কথা কদিন আগে জানা গেলেও শনিবার বিষয়টি সমাজবাদী পার্টির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মত এবারই প্রথম উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অখিলেশ যাদব।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ অখিলেশ যাদবের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন এবং জানান কারহাল কেন্দ্র থেকে অখিলেশ যাদব রেকর্ড ব্যবধানে জয়লাভ করবেন।
কারহাল কেন্দ্রকে সমাজবাদী পার্টির গড় হিসেবে দেখা হয়। বিগত ১৯৯৩ থেকে প্রায় প্রতিটি বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থীরা জয়লাভ করেছে। ১৯৯৩-এর ডিসেম্বর, ১৯৯৬-এর অক্টোবর, মে ২০০৭, মার্চ ২০১২ এবং মার্চ ২০১৭-র রাজ্য বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয় সমাজবাদী পার্টি।
ব্যতিক্রম ফেব্রুয়ারি ২০০২। সেবার ওই কেন্দ্রে জয়ী হয়েছিলো বিজেপি। ২০১৭ রাজ্য বিধানসভা নির্বাচনে কারহাল কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থী শোবারান সিং যাদব ৩৮,৪০৫ ভোটে বিজেপির রামা শাক্যকে পরাস্ত করেন। সেবার প্রবল বিজেপি হাওয়াতেও এই কেন্দ্রে সমাজবাদী পার্টি ভোট পেয়েছিলো ৪৯.৮০ শতাংশ। মৈনপুরী লোকসভা কেন্দ্রের পাঁচ বিধানসভা আসনের মধ্যে কারহাল অন্যতম। উল্লেখ্য, এই আসন থেকেই লোকসভায় পাঁচবার নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদবের বাবা মূলায়ম সিং যাদব।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর নিজের গড় গোরক্ষপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করার পর চাপে পড়েছিলেন অখিলেশ যাদব। রাজনৈতিক মহলের মতে সেই চাপ কাটাতেই লোকসভার সাংসদ অখিলেশ যাদবও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে অখিলেশ যাদব জানিয়েছিলেন, দল চাইলে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন