

বিজেপি যতই কৃষকদের কাছে পৌঁছানোর চেষ্টা করুক উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো কৃষক বিজেপিকে ভোট দেবে না। বৃহস্পতিবার একথা জানিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি আরও জানান, আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে কৃষকরা ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে।
বিজেপির ডাকা কিষাণ সম্মেলন প্রসঙ্গে বলতে গিয়ে অখিলেশ জানান, যখন অন্নদাতাদের ভোটের কথা মনে পড়ে তখন বিজেপি কৃষকদের কথা মনে করে। কিন্তু এবার কৃষকরা আর বিজেপির ফাঁদে পা দেবেনা। আগামী ২০২২ নির্বাচনে কৃষকরা ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে।
প্রসঙ্গত, রাজ্যের কৃষকদের কাছে বার্তা দিতে আগামী ১৬ থেকে ২৩ আগস্ট ‘কিষাণ সংবাদ’ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।
অখিলেশ যাদব এদিন আরও জানান, কৃষকদের রোজগার দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিলো তা পালন করেনি তারা। উল্টে তিন কৃষি আইন বাতিল এবং কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অসহিষ্ণুতা দেখাচ্ছে বিজেপি।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন