

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করতে কেন্দ্রীয় সংস্থা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই রবিবার এই দাবি করলেন। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে আম আদমি পার্টি-কে চাপে রাখতে এই পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। তবে এইভাবে তাঁর দলকে দমিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন কেজরিওয়াল।
রবিবার সংবাদমাধ্যমের সামনে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "সূত্র মারফাত আমরা জানতে পেরেছি পাঞ্জাব বিধানসভা নির্বাচনের পর আগে আমাদের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে ইডি। আমরা তাদের স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় সরকার এর আগে দু'বার কেন্দ্রীয় সংস্থা দিয়ে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। কিন্তু সেই অভিযানে তারা কিছুই পায়নি। কিন্তু যেহেতু সামনেই নির্বাচন এবং বিজেপি পাঞ্জাবে হেরেছে, তাই বিরোধীদের বিরুদ্ধে সমস্ত এজেন্সিকে কাজে লাগাবে তারা। আমরা সমস্ত এজেন্সিকে স্বাগত জানাচ্ছি তা সে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বা যেই হোক না কেন। আমরা কোনো ভুল করিনি তাই আমরা এজেন্সিকে ভয় পাইনা।"
কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে খোঁচা দিয়ে কেজরিওয়াল আরও বলেন, "আমরা চান্নিজির মতো কাঁদবো না। আমরা ওনার মতো হতাশ হবো না। ওনার আত্মীয়দের বিরুদ্ধে ইডি অভিযান চালিয়েছে বলে উনি কাঁদছেন। ওনার আত্মীয় ভুল কাজ করেছেন বলে উনি ভয় পেয়েছেন। ইডি আধিকারিকরা ওনার আত্মীয়ের বাড়ি থেকে যখন নোটের বান্ডিল বের করছিলেন, পাঞ্জাবের জনগণ তা দেখেছেন। তাঁরা হতবাক এই দৃশ্যে।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন