

চন্ডীগড় পুরসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেলনা। পুরসভার মোট ৩৫ আসনের মধ্যে এবারই প্রথমবার নির্বাচনে লড়াই করে ১৪ ওয়ার্ডে জয় পেয়ে একক বৃহত্তম দল হল আম আদমি পার্টি। বিজেপি জয়ী হয়েছে ১২টি ওয়ার্ডে। কংগ্রেসের দখলে গেছে ৮টি ওয়ার্ড এবং ১টি ওয়ার্ড জিতেছে শিরোমণি আকালি দল।
উল্লেখযোগ্যভাবে আগের পুরবোর্ডে বিজেপি ক্ষমতায় থাকলেও এবার ক্ষমতাচ্যুত হল বিজেপি। গতবারের ২৬ আসন থেকে বেড়ে এবার পুরসভায় আসন হয়েছে ৩৫টি। গতবার বিজেপি জয়ী হয়েছিলো ২০টি আসনে, ১টি আসনে শিরোমণি আকালি দল এবং ৫টি আসন জিতেছিলো কংগ্রেস।
যদিও এবার আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ত্রিমুখী। যে লড়াইতে কংগ্রেস, বিজেপিকে ফেলে ১৪ আসন পেয়ে প্রথম স্থানে উঠে এসেছে আপ।
চণ্ডীগড়ে উল্লেখযোগ্য জয়ের পর আপ নেতা রাঘব চাড্ডা এক বিবৃতিতে জানিয়েছেন, আমি চন্ডীগড়ের মানুষকে আপ এবং অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তাঁরা আমাদের ওপর বিশ্বাস এবং আস্থা রেখেছেন। তাঁদের ধন্যবাদ। আমাদের মত ছোটো এবং সৎ রাজনৈতিক দলের ওপর ভরসা করার জন্য চন্ডীগড়ের মানুষকে ধন্যবাদ জানাই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন