Punjab Polls 22: মুখ্যমন্ত্রীর ভাগ্নের বাড়িতে ইডির হানা, নির্বাচনের আগে কংগ্রেসকে চাপে ফেলার কৌশল!

অভিযান চলাকালীন বাড়ির কোনো সদস্যকে বাইরে বা বাইরের কোনো সদস্যকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি ED। ভূপিন্দর হানির কম্পিউটার এবং অন্যান্য নথি স্ক‍্যান করেছে। বাড়িতে থাকা সদস্যদের বক্তব্যও রেকর্ড করেছে।
চরণজিৎ সিং চান্নি
চরণজিৎ সিং চান্নিফাইল ছবি সংগৃহীত
Published on

অবৈধ বালি খননের অভিযোগে কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাগ্নের বাড়িতে তল্লাশি চালালো কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কংগ্রেসকে চাপে ফেলতেই নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এই তল্লাশি অভিযান করা হয়েছে‌ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে ভোট।

মঙ্গলবার সকালে ইডি আধিকারিকদের একটি দল চারণজিৎ সিং চান্নির ভাগ্নে ভূপিন্দর সিং হানির বাড়িতে হানা দেয়। এছাড়াও হানির সাথে সম্পর্কিত আরও দশটি জায়গায় তল্লাশি অভিযান চালায় তাঁরা। অভিযান চলাকালীন বাড়ির কোনো সদস্যকে বাইরে বা বাইরের কোনো সদস্যকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি ইডি। ভূপিন্দর সিং হানির কম্পিউটার এবং অন্যান্য নথি স্ক‍্যান করেছে ইডি। বাড়িতে উপস্থিত থাকা সদস্যদের বক্তব্যও রেকর্ড করেছে।

জানা গেছে, অবৈধ বালি খননের বিষয়ে আর্থিক তছরুপের একটি মামলা দায়ের করেছে ইডি। রাজনৈতিক যোগসূত্র রয়েছে এরকম কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা। তবে এই বিষয়ে এখন অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি ইডি।

পাঞ্জাবের নির্বাচনে অবৈধ বালি খনন একটি অন‍্যতম আলোচিত বিষয়। রাজ‍্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে এই নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনায় তাঁর জড়িত থাকারও অভিযোগ তুলেছে। তবে এখন মুখ্যমন্ত্রীত্ব ও কংগ্রেস দুইই ছেড়ে নিজের রাজনৈতিক দল গড়েছেন অমরিন্দর সিং এবং আসন্ন নির্বাচনে বিজেপির সাথে জোটও ঘোষণা করেছেন তিনি।

গত মাসে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে অমরিন্দর সিং বলেছিলেন, "অবৈধ বালি খননের সাথে যাঁরা জড়িত, আমি যদি তাঁদের নাম বলা শুরু করি, তাহলে একদম প্রথম থেকে শুরু করতে হবে আমাকে।"

চরণজিৎ সিং চান্নি
Survey: পাঁচ ভোটমুখী রাজ্যের ৩১.৮% কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট নন - সমীক্ষা
চরণজিৎ সিং চান্নি
জনপ্রিয়তা কমছে, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে “মোদী ম্যাজিকে” ভরসা রাখতে পারছে না সংঘও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in