Punjab Polls 22: টিকিট দেয়নি কংগ্রেস, নির্দল প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর ভাইয়ের

মনোহর সিং বলেন, "বাসি পাঠানা এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আমাকে নির্দল হিসেবে লড়াই করতে বলেছেন। আমি তাই করবো।‌ পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান বিধায়কের পরাজয় নিশ্চিত করবো।"
 মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ও তাঁর ভাই
মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ও তাঁর ভাইছবি সংগৃহীত

নির্বাচনে কংগ্রেসের তরফ থেকে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাই মনোহর সিং। নির্বাচনের মুখে পাঞ্জাব কংগ্রেসের অন্দরে যে ক'জন নেতা বিদ্রোহ দেখিয়েছেন, তার মধ্যে এই ঘটনাকে সবচেয়ে উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজনৈতিক মহল।

গতকাল প্রথম দফায় ৮৬ প্রার্থীর তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। স্বাভাবিকভাবে সেখানে নাম রয়েছে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির। কিন্তু নাম নেই তাঁর ভাই মনোহর সিংয়ের। তিনি যেই বাসি পাঠানা কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন সেখানে বর্তমান বিধায়ক গুরপ্রীত সিং জিপিকেই প্রার্থী করা হয়েছে। কংগ্রেসের 'এক পরিবার, এক টিকিট' নিয়মের কারণে এই সিদ্ধান্ত।

এরপরই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন মনোহর সিং। বাসি পাঠানা কেন্দ্র থেকেই লড়বেন তিনি। তাঁর কথায় বর্তমান বিধায়ক "অক্ষম এবং অকার্যকর"। পুনরায় তাঁকে নির্বাচনের টিকিট দেওয়ার দলের সিদ্ধান্তকে নির্বাচনী এলাকার জনগণের সাথে 'অবিচার' বলে অভিহিত করেছেন তিনি।

রবিবার একটি নিউজ এজেন্সিকে মনোহর সিং বলেন, "বাসি পাঠানা এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আমাকে নির্দল হিসেবে লড়াই করতে বলেছেন। আমি তাই করবো।‌ পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি অবশ্যই নির্বাচনে লড়বো এবং বর্তমান কংগ্রেস বিধায়ক, যাকে আবার লড়াইয়ের ময়দানে নামানো হয়েছে, তাঁর পরাজয় নিশ্চিত করবো।"

তিনি আরও বলেন, "ওই নির্বাচনী এলাকার লোকেরা আমায় বলেছেন ওঁকে (গুরপ্রীত সিং জিপি) টিকিট দেওয়া ভুল ছিল। এতোদিন কিছুই করেননি উনি। তাঁকে ফের প্রার্থী করে আবারও ভুল করা হলো।"

এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।

মনোহর সিং গতবছর আগস্ট মাসে খারার সিভিল হসপিটালের সিনিয়র মেডিক্যাল অফিসারের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি এক দফাতেই পাঞ্জাবের ১১৭ আসনে ভোটগ্রহণ হবে। ১০ মার্চ ফর ঘোষণা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in