

কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাতে না পেরে বিশ্ববাজারে মুখ পুড়েছে ব্র্যান্ড মোদির। তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেও। তাহলে উত্তরপ্রদেশে ভোট বৈতরণী কীভাবে পার হওয়া যাবে? তা নিয়ে গোপনে বৈঠক হল বিজেপি ও আরএসএসের।
সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ জয়ের নীলনকশার তৈরিতে রবিবার দিল্লিতে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। বৈঠকে ছিলেন আরএসএসের উত্তরপ্রদেশে দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনশলও।
উত্তরপ্রদেশে প্রধান সমস্যা করোনা পরিস্থিতি। করোনার দ্বিতীয় ঢেউ যে মোদির ভাবমূর্তি নষ্ট করেছে, তা মানছে আরএসএসও। তাই কীভাবে জনপ্রিয়তা ফিরিয়ে এনে মোদির ভাবমূর্তি আবার সাধারণ মানুষের কাছে তুলে ধরা যায়, তাই নিয়ে ভাবনাচিন্তা চলছে।
উত্তরপ্রদেশে জয়ী হতে না পারলে তার প্রভাব ২০২৪- এর লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে এই নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু উত্তরপ্রদেশের করোনাভাইরাস মোকাবিলায় একপ্রকার ব্যর্থ রাজ্য সরকার।
গঙ্গা-যমুনায় মৃতদেহের সংখ্যা বাড়ছে। কোথাও আবার বালি চাপা দিয়ে দেওয়া হচ্ছে দেহ। ভোট বাক্সে যে তার প্রতিফলন হবে না, সে কথা নিশ্চিত করে কেউই বলতে পারছে না। পুর-পঞ্চায়েত নির্বাচনে তারা কিছুটা প্রভাব দেখা দিয়েছে। মথুরা ও বারাণসীতে হেরে গিয়েছে বিজেপি। কাজেই উত্তরপ্রদেশে নির্বাচন যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, সে-কথা স্বীকার করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন