

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। মঙ্গলবার বিএসপি-র সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র মিশ্র জানিয়েছেন, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না মায়াবতী। তিনি নিজেও এবারের নির্বাচনে লড়াই করবেন না বলে জানিয়েছেন মিশ্র।
যদিও এদিন সতীশ চন্দ্র মিশ্র দাবি করেছেন, এবারের নির্বাচনে বিএসপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। মিশ্র বলেন, নিজেদের শক্তিতেই এককভাবে সরকার গঠন করবে বিএসপি।
এদিন মিশ্র জানান, ২০২২-এর বিধানসভা নির্বাচনের ফলাফল সবাইকে বিস্মিত করবে এবং এই ফলাফল হবে ২০০৭-এর মত। যেবার বিএসপি এককভাবে ব্রাহ্মণ দলিত মুসলিম ভোটের সমীকরণে ক্ষমতায় এসেছিলো।
মিশ্র আরও জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিএসপি-র প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। এই মুহূর্তে চূড়ান্ত পর্বের প্রার্থী বাছাই চলছে। খুব শিগগীরই এই প্রার্থী তালিকা ঘোষিত হবে। উত্তরপ্রদেশ ছাড়াও অন্যান্য রাজ্যেও মায়াবতী নির্বাচনী প্রচারে যাবেন বলে জানিয়েছেন মিশ্র।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন