UP Polls 22: অখিলেশ যাদবকে জব্দ করার কৌশল - কারহালে দলিত প্রার্থী ঘোষণা মায়াবতীর

BSP-র কুলদীপ নারায়ণ মইনপুরীর করহাল আসন থেকে SP সভাপতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ব্রজেন্দ্র প্রতাপ সিং ইটাওয়ার যশবন্তনগর বিধানসভা আসন থেকে PSPL প্রধানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অখিলেশ যাদব ও মায়াবতী
অখিলেশ যাদব ও মায়াবতীফাইল ছবি

এক চতুর রাজনৈতিক পদক্ষেপে, বহুজন সমাজ পার্টি (বিএসপি) সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং তার কাকা - প্রগতিশীল সমাজবাদী পার্টি লোহিয়া (পিএসপিএল) প্রধান শিবপাল সিং যাদবের বিরুদ্ধে দলিত প্রার্থীদের মনোনয়ন দিলো।

বিএসপি-র কুলদীপ নারায়ণ মইনপুরীর করহাল আসন থেকে এসপি সভাপতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ব্রজেন্দ্র প্রতাপ সিং ইটাওয়ার যশবন্তনগর বিধানসভা আসন থেকে পিএসপিএল প্রধানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

করহাল এবং যশবন্তনগর – এই দুই অসংরক্ষিত আসন সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। ১৯৯৩ সাল থেকে এসপি করহাল এবং যশবন্তনগর আসনে জয়ী হয়ে আসছে।

এই প্রসঙ্গে এক বিএসপি নেতা জানিয়েছেন, "নারায়ণ এবং সিং প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উভয়ই জাঠভ সম্প্রদায়ের অন্তর্গত এবং তৃণমূল পর্যায়ে দলের জন্য কাজ করে চলেছেন। এঁরা মইনপুরি এবং ইটাওয়াতে দলের সমর্থন ভিত্তিকে শক্তিশালী করছেন।"

বিএসপি প্রধান মায়াবতী কুলদীপ নারায়ণ এবং ব্রজেন্দ্র প্রতাপ সিংকে রাজনৈতিক হেভিওয়েটদের বিরুদ্ধে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপের মাধ্যমে পার্টি কর্মীদের বিশেষ বার্তা দিতে চাইছেন মায়াবতী। তাঁর এই সিদ্ধান্তে স্পষ্ট, বিধানসভা নির্বাচনে তিনি শুধুমাত্র প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদেরই অগ্রাধিকার দিতে চাইছেন।

তিনি আরও জানান, বিএসপি এই সময় তরুণ ক্যাডারদের একত্রিত করার চেষ্টা করছে। কারণ বেশিরভাগ সিনিয়র নেতা দলত্যাগ করেছেন।

মায়াবতী, বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের তৃতীয় ধাপের জন্য দলের ৫৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। যেখানে ১১টি জেলার ৫৯টি বিধানসভা কেন্দ্রে ২০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে।

১১ জেলার মধ্যে - মইনপুরি, ইটাওয়া, ফিরোজাবাদ, ইটা, হাথরাস, কাসগঞ্জ, কনৌজ, ফারুখাবাদ এবং আওরাইয়া-কে সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি বলা হয়।

৫৩ জন প্রার্থীর মধ্যে ১৮ জন অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি), ১৭ জন দলিত, ১৫ জন উচ্চবর্ণের এবং তিনজন মুসলিম।

১১ জেলাতেই (যেখানে তৃতীয় ধাপের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে) একটি বড় পশ্চাদপদ এবং দলিত জনসংখ্যা রয়েছে। বর্ণ সমীকরণ বিবেচনায় রেখে, বিএসপি প্রধান উভয় সম্প্রদায়ের সর্বাধিক প্রার্থীকে প্রার্থী করেছেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফর্মুলার অধীনে, উচ্চবর্ণের সংখ্যাগরিষ্ঠ আসনে ব্রাহ্মণ এবং রাজপুত প্রার্থীদেরও প্রার্থী করা হয়েছে বলে বিএসপি নেতা জানিয়েছেন।

আগামী ২ ফেব্রুয়ারি আগ্রা থেকে জনসভায় ভাষণ দিয়ে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন মায়াবতী।

অখিলেশ যাদব ও মায়াবতী
Uttar Pradesh: কংগ্রেস 'ধূর্ত', 'বহুজন'-এর ভোট চায়, কিন্তু তাদের দাস মনে করে - মায়াবতী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in