Omicron: কোভিডের পাশাপাশি বাড়লো ওমিক্রন সংক্রমণ

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে দেশের ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন সংক্রমণ। মহারাষ্ট্রে ৪৫৪-র পর দিল্লিতে সংক্রমণ ৩৫১। তামিলনাড়ুতে ১১৮। গুজরাটে ১১৫। কেরালায় ১০৯।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স সুমিত্রা নন্দন

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে জানানো হয়েছিলো ওমিক্রন সংক্রমণের সর্বাধিক ঘটনা সামনে এসেছে মহারাষ্ট্র থেকে। যেখানে ৪৫০ জনের এই সংক্রমণ ঘটেছে বলে জানানো হয়েছিলো। শনিবার সকালের পরিসংখ্যান অনুসারে ভারতে এখনও পর্যন্ত মোট ওমিক্রন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩১। যার মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। সংক্রমণ ৪৫৪।

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে দেশের ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন সংক্রমণ। মহারাষ্ট্রে ৪৫৪-র পর দিল্লিতে সংক্রমণ ৩৫১। তামিলনাড়ুতে ১১৮। গুজরাটে ১১৫। কেরালায় ১০৯।

ওমিক্রন প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, ওমিক্রন সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বহু মানুষ অসুস্থ হচ্ছে। এখনও পর্যন্ত ওমিক্রন সম্পর্কে জানা গেছে, খুবই সংক্রামক হলেও ওমিক্রন-এর ক্ষতিকারক প্রভাব কম।

ছবি প্রতীকী
WB Covid Update: অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩,৪৫১

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in